মাধবপুরে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর
                            
                            
                                
                                
                                   
                                   -  
                                   আপলোড সময় : 
                                                      
                                                                                                              ১৭-০৭-২০২৩ ১১:২০:৪১ পূর্বাহ্ন
                                                        
                                                         
-   
                                   আপডেট সময় : 
                                                                                                            ১৭-০৭-২০২৩ ১১:২০:৪১ পূর্বাহ্ন
                                                                                                                
 
                            
                            
                           
                           
                               মাধবপুর, (হবিগঞ্জ) ১৭ জুলাই : মাধবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সুজিত কর (৩২) নামে  ব্যবসায়ী নিহত ও  বিল্লাল হোসেন নামে এক শিক্ষক আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে মনতলা চৌমহনী সড়কের ভবানীপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত সুজিত উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ভূবেশ্বর করের ছেলে ও মনতলা বাজারের ইলেকট্রিক সামগ্রীর ব্যবসায়ী। স্বজনরা জানান, সুজিত করের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল জনৈক অতিথি ভুলকরে একটি মোবাইল চার্জার রেখে যায়। চার্জারটি দ্রুত মনতলা রেলষ্টশনে পৌঁছে দিতে সুজিত মোটর সাইকেল যোগে রওয়ানা দেন। বিয়েতে আসা অপর অতিথি  মনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বিল্লাল হোসেন মোটরসাইকেলে করে একই সঙ্গে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। এতে সুজিত গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আহত শিক্ষক বিল্লাল চিকিৎসাধীন রয়েছেন। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
                               
                               
                               
                                                                                                             
                                       
                                       
                                                                                                                      
                                       
                                       
                                       
                                       
                                       
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
                            
                       
    
    
 কমেন্ট বক্স