আমেরিকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্য মিশিগানে হামের নতুন প্রাদুর্ভাব  : রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ ডেট্রয়েটে দুই সৎ ভাই কিশোরকে গুলি, একজন নিহত জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর ৩৯ বছর পর ধর্ষণ মামলার রহস্যভেদ, অভিযুক্ত গ্রেফতারের আগেই মৃত রোজভিলে শিশুর মৃত্যু : নারী যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি রয়েল ওকে গুলিবর্ষণে নিহত ১, একজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে নতুন পালটা শুল্ক ২০% : কার্যকর ৭ আগস্ট থেকে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গাড়ি চুরি  : ১২ বছরের কিশোর গ্রেপ্তার অ্যান আরবার হোটেলের বিরুদ্ধে মামলা : পুল থেকে সংক্রমণে নারী আক্রান্ত ডেট্রয়েটে ভবনে গাড়ি ধাক্কায় ২ জন নিহত, ২ জন আহত স্টার্লিংফেস্টে আতশবাজি ছুঁড়ে মারার অভিযোগে কিশোর অভিযুক্ত মিশিগানে গর্ভবতী নারী ও শিশুদের জন্য কোভিড-১৯ টিকার সুপারিশ বহাল ক্যান্টনে ১৩ বছরের কিশোরী গুলিতে নিহত, একজন গ্রেপ্তার ম্যাকম্ব কাউন্টিতে ট্রাফিক স্টপে ভয়ংকর গ্যাং সদস্য গ্রেপ্তার জেজে শুধু স্বপ্নে আসে : হত্যাকারী কিশোরের আত্মবিবৃতি আদালতে ম্যানহাটনে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪ ফ্লিন্টের শান্ত ভোরে গোলাগুলির তাণ্ডব : নিহত ২, আহত বহু  ডেট্রয়েটে পেট্রোল পাম্পে গুলিবর্ষণ : নিহত ২, আহত ২ বেল আইলে পারিবারিক পুনর্মিলনীতে ট্র্যাজেডি ট্র্যাভার্স সিটিতে গণছুরিকাঘাত, ওয়ালমার্ট এখনও বন্ধ : রোগীদের অবস্থার উন্নতি

নবীগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি  গিয়াস উদ্দিন ও সম্পাদক গতি গোবিন্দ দাশ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ১২:০৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ১২:০৮:৪৮ অপরাহ্ন
নবীগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি  গিয়াস উদ্দিন ও সম্পাদক গতি গোবিন্দ দাশ
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ০৬ আগস্ট : দীর্ঘ প্রায় ২০ মাস পর ভার মুক্ত হলো নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদকে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাভোকেট গতি গোবিন্দ দাশকে সাধারণ সম্পাদকের পূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। রবিবার (৬ আগষ্ট) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা তাঁর বক্তব্যে সারাদেশে ভারপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব প্রদান করেন। বর্ধিত সভায় উপস্থিত থাকা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ২০১৬ সালে গজনাইপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২০ সালের ৭ জুলাই ২২৯ জন সুবিধাভোগীর চাল আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগে তাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১৫ জুলাই ইমদাদুর রহমান মুকুলকে আওয়ামী লীগের সভাপতির পদ থেকেও অব্যাহতি দেয়া হয়। ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে ইমদাদুর রহমান মুকুল বিদ্রোহী প্রার্থী হন এবং বিজয়ী হন। পরে তাকে দল থেকে বহিস্কার করা হয়। ২০২১ সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয় সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদকে।  
এছাড়া ২০২১ সালের মার্চ মাসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর বিরুদ্ধে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় দুই এমপির বাক-বিতণ্ডার ঘটনা মোবাইলে ধারণের অভিযোগ ওঠে। ২১ মে দলীয় পদবি থেকে অব্যাহতি চেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি/সম্পাদকের নিকট লিখিতভাবে আবেদন করেন তিনি। পরে সাইফুল জাহানকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। মে মাসের শেষ সাপ্তাহে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।  এরপর থেকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ দায়িত্ব পালন করে আসছিলেন।
রবিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা তাঁর বক্তব্যে সারাদেশে ভারপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব প্রদান করেন। ফলে ১ বছর ৮ মাস পর গিয়াস উদ্দিন আহমদ সভাপতি ও ১ বছর ২ মাস পর অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ সাধারণ সম্পাদকের পূর্ণ দায়িত্ব পেলেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ বলেন, এতদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছিলাম। আজ গণভবনে বর্ধিত সভায় সকল ভারপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। আমিও সেই সভায় উপস্থিত ছিলাম। আশা করছি সকলের সহযোগীতায় দলকে সু-সংগঠিত করে দলীয় কার্যক্রমকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বনির্ভর বাংলাদেশের রূপরেখা ৩১ দফায়ই আছে : মিফতাহ্ সিদ্দিকী

স্বনির্ভর বাংলাদেশের রূপরেখা ৩১ দফায়ই আছে : মিফতাহ্ সিদ্দিকী