ডেট্রয়েট, ১৮ সেপ্টেম্বর : হাজার হাজার দর্শক শ্রোতার মন জয় করে মঞ্চ মাতালেন দেশের এই সময়কার শীর্ষ দুই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও কনা। মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকারদের উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী ডাইভার্সিটি ফেস্টিভ্যালের শেষ দিন রোববার রাতে তারা সংগীত পরিবেশন করেন।
বাংলা টাউনখ্যাত জেইন ফিল্ডে দিনব্যাপী নানা আয়োজনের শেষে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে স্টেজে আসেন কনা। তারপর মঞ্চে আসেন ইমরান। হাজার হাজার দর্শকের সামনে গান গেয়ে মঞ্চ মাতান তারা। দর্শক নেচে গেয়ে তাদের সাথে আনন্দ উপভোগ করেন।
গানে গানে দর্শকদের মন জয় ইমরান ও কনা। একের পর এক তাদের পরিবেশনায় দর্শকরা কয়েক ঘন্টার জন্য ফিরে পায় স্বদেশী আবহ ও বাংলা গানের স্বাদ। গান পরিবেশনকালে ইমরানও কনা বারবার বলছিলেন প্রবাসে এক সঙ্গে এত দর্শক পাওয়া বেশ কঠিন। এত দর্শক দেখে আমরা খুশি। মনে হচ্ছে বাংলাদশেই আছি। ২২তম ডাইভার্সিটি ফেস্টিভ্যাল ঘোষণার পর থেকেই প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan