আমেরিকা , বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর ডেট্রয়েট নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তিকে খুঁজছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জাতীয় পতাকার ওপর ইসকনের পতাকা গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ, বাদ শেখ মুজিব-হাসিনার নাম নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি, প্রজ্ঞাপন জারি স্টেলান্টিস ডেট্রয়েট অ্যাসেম্বলি কমপ্লেক্সে আরও কর্মী ছাটাই ও উৎপাদন বন্ধ করেছে আরব আমেরিকানদের কাছে ভোট গাজার চেয়ে কিছু বেশি খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল শিশু, মাতৃমৃত্যুর বিরুদ্ধে লড়াইয়ে মিশিগান স্বাস্থ্য নেটওয়ার্ক নিখোঁজ  তিন বালককে মৃত ঘোষণার শুনানি ডিসেম্বর পর্যন্ত স্থগিত মিশিগানের মোবাইল হোমের বাসিন্দারা জলের সমস্যায় জর্জরিত ডেট্রয়েটে একদিনে সর্বোচ্চ আগাম ভোট পড়েছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া হ্যালোইনের আগে মেট্রো ডেট্রয়েটে রেকর্ড উষ্ণতা আ.লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের রিট প্রত্যাহার বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির পুঁজিবাজারে সূচকের বড় পতন বাইডেনে অসন্তুষ্ট, ট্রাম্পকে মুসলিমদের সমর্থনের ঘোষণা ৭ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে ইউএম

ফ্ল্যাটে বন্দি মা ও দুই মেয়েকে উদ্ধার করল পুলিশ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৩:৪৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৩:৪৩:৫৯ পূর্বাহ্ন
ফ্ল্যাটে বন্দি মা ও দুই মেয়েকে উদ্ধার করল পুলিশ

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি (ঢাকা পোস্ট) : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে মুমূর্ষু অবস্থায় মা ও দুই মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধারের পর মা এবং তার দুই মেয়েকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া তিনজন হলেন—শাফফানা আফিফা এবং তার দুই মেয়ে আয়েশা উমামা ও ফাতেমা শামামা।
উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম বলেন, উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ২৮ নম্বর বাড়িতে আফিফা তার দুই মেয়েকে নিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ করে ছিলেন। গত শনিবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাড়ির নিরাপত্তা প্রহরীর মাধ্যমে পুলিশ পারে—কয়েকদিন ধরে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে মা ও তার দুই যমজ মেয়ে ফ্ল্যাটের দরজা খুলছেন না। এছাড়া ফ্ল্যাট থেকে দুই মেয়ের কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। এই তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। dhakapost
পুলিশ গিয়ে দেখে ফ্ল্যাটে প্রবেশের দরজা বন্ধ ছিল। সে কারণে ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে ফেলা হয়। পরে মা ও যমজ দুই মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। কয়েকদিন অনাহারে থাকায় তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তাদের উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।
তিনি বলেন, আফিফা পৈতৃক সূত্রে ওই ফ্ল্যাটটির মালিক। তিনি দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটিতে বসবাস করছেন। ১০ বছর আগে আফিফার বিয়ে হয়। এক বছরের মাথায় তার ডিভোর্স হয়। তিন বছর আগে তার বাবা মারা যাওয়ার পর থেকেই তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন। পারিবারিক কারণে অভিমান করে আফিফা নিজেসহ তার দুই মেয়ে আয়েশা ও ফাতেমাকে ফ্ল্যাটে কয়েকদিন ধরে বন্দি করে রাখেন। এসময় তারা রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করেননি। ফলে অনাহারে তারা অসুস্থ হয়ে পড়েন। উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম আফিফা ও তার মেয়েকে কাপড়সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর