সাউথ জার্সি, ২৩ সেপ্টেম্বর : সংগীত কিংবদন্তি পদ্মশ্রী অনুপ জালোটা, যাঁর পরিচিতি বিশ্বজুড়ে। সংগীত জগতে এক উজ্জ্বল দিকপাল তিনি। জীবন্ত কিংবদন্তি অনুপ জালোটা তাঁর সুললিত কন্ঠের মূর্ছণায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের সাউথ জার্সি মাতিয়ে গেলেন, বিমোহিত করলেন মিলনায়তন ভর্তি হাজার হাজার দর্শকদের ।
গতকাল শুক্রবার হিমেল রাতে সংগীতের মূর্ছনায় শ্রোতাদের মাতালেন অনুপ জালোটা। জনপ্রিয় এই সংগীত শিল্পীর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে। গনেশ চতুর্থী উৎসব উপলক্ষে এই সংগীত রজনীর আয়োজন করা হয়েছিল।
জনপ্রিয় গান রং দে চুনারিয়া, খেলিছ এ বিশ্ব লয়ে, জয় গনেশ,জয় গনেশসহ নানা স্বাদের সংগীত পরিবেশন করে তিনি শ্রোতাদের বিমোহিত করেন। অনেক শ্রোতা তাঁর সংগীত পরিবেশনার সময় নষ্টালজিক হয়ে পড়েন, শিল্পীর সাথে কন্ঠ মিলিয়ে তাঁরাও গুনগুন করে গানের কলি ভাঁজতে থাকেন।
দুই ঘন্টারও অধিক সময়ব্যাপী চলা সংগীত পরিবেশনা মিলনায়তন ভর্তি দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। শিল্পীর মনোজ্ঞ পরিবেশনায় দর্শকরা বিমোহিত হয়ে পড়েন, মুহুর্মুহু করতালিতে তাঁরা মিলনায়তন মুখরিত করে রাখেন।
আয়োজকদের পক্ষে বিনোদ ভেলোর, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, দীপক শাহ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী অনুপ জালোটার সংগীত রজনী সফল করায় শ্রোতা সহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
অনুপ জালোটার মনোজ্ঞ এই সংগীত রজনী মিলনায়তন ভর্তি দর্শকদের মনে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। সংগীত অনুষ্ঠান শেষে শ্রোতারা ভালো লাগার রেণু গায়ে মেখে একরাশ সুখ স্মৃতি নিয়ে ফিরে যান নিজ নিজ আলয়ে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan