আমেরিকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রয়েল ওকে গুলিবর্ষণে নিহত ১, একজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে নতুন পালটা শুল্ক ২০% : কার্যকর ৭ আগস্ট থেকে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গাড়ি চুরি  : ১২ বছরের কিশোর গ্রেপ্তার অ্যান আরবার হোটেলের বিরুদ্ধে মামলা : পুল থেকে সংক্রমণে নারী আক্রান্ত ডেট্রয়েটে ভবনে গাড়ি ধাক্কায় ২ জন নিহত, ২ জন আহত স্টার্লিংফেস্টে আতশবাজি ছুঁড়ে মারার অভিযোগে কিশোর অভিযুক্ত মিশিগানে গর্ভবতী নারী ও শিশুদের জন্য কোভিড-১৯ টিকার সুপারিশ বহাল ক্যান্টনে ১৩ বছরের কিশোরী গুলিতে নিহত, একজন গ্রেপ্তার ম্যাকম্ব কাউন্টিতে ট্রাফিক স্টপে ভয়ংকর গ্যাং সদস্য গ্রেপ্তার জেজে শুধু স্বপ্নে আসে : হত্যাকারী কিশোরের আত্মবিবৃতি আদালতে ম্যানহাটনে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪ ফ্লিন্টের শান্ত ভোরে গোলাগুলির তাণ্ডব : নিহত ২, আহত বহু  ডেট্রয়েটে পেট্রোল পাম্পে গুলিবর্ষণ : নিহত ২, আহত ২ বেল আইলে পারিবারিক পুনর্মিলনীতে ট্র্যাজেডি ট্র্যাভার্স সিটিতে গণছুরিকাঘাত, ওয়ালমার্ট এখনও বন্ধ : রোগীদের অবস্থার উন্নতি ডেট্রয়েটে গুলিতে ৬ বছরের শিশু নিহত পন্টিয়াক লেকে নৌকার বিস্ফোরণে বাবা-ছেলেসহ ৩ জন দগ্ধ ডেট্রয়েটে চারটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিশোর গ্রেপ্তার মিশিগানে ছুরিকাঘাতের রক্তাক্ত দিন: ওয়ালমার্টে আহত ১১, সন্দেহভাজন আটক লেনক্স টাউনশিপের এক ব্যক্তির বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ

বাংলাদেশের অর্থনীতি কোন পথে?

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ১২:৩৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ১২:৩৮:৫১ অপরাহ্ন
বাংলাদেশের অর্থনীতি কোন পথে?
কলকাতা, ১৬ অক্টোবর : বাংলাদেশের অর্থনীতি রয়েছে সঠিক পথে। বড় কথা বলে ফেলল আইএমএফ। কিন্তু আদৌ কি তাই? বিষিয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। হাত পুড়ছে জিনিসের দামে। রিজার্ভে ধস, উচ্চ মূল্যস্ফীতি আর খেলাপি ঋণের বোঝা বইছে দেশটা। রয়েছে বর্ডার লাইনে। ক্রস করলেই বড় বিপদ। নেমে আসবে ভয়ঙ্কর বিপর্যয়। বাঁচতে পারবে তো? কী বলছেন বিশেষজ্ঞরা? এই মুহূর্তে ঠিক কোন পথে চললে রেহাই পাবে বাংলাদেশের মানুষ?  
বাংলাদেশের অর্থনীতি একদম সঠিক পথে আছে, মিথ্যে রটনা করেছে অন্য দেশগুলো ? সত্যি ঘটনা কী? শিরোনামে এই  প্রতিবেদনটি আজ প্রকাশ করেছে ভারতের কলকাতার জনপ্রিয় নিউজ পোর্টাল প্রথম কলকাতা। প্রতিবেদনে বলা হয়েছে,  বারংবার বড় বড় হেডলাইনে ছাপা হয়, বাংলাদেশের অর্থনীতি নাকি ধুঁকছে। ডলার ভাঁড়ার প্রায় শূন্য। জর্জরিত খেলাপি ঋণে। বাজারে গিয়ে কি কিনবেন ভেবে পাচ্ছে না সাধারণ মানুষ। সবকিছুরই আগুন দর। তাহলে কীভাবে অর্থনীতি ঠিক পথে রয়েছে? নাকি বাড়িয়ে বলছে আইএমএফ? আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) সংস্থার মতে, দেশটার কর্মসূচির উদ্দেশ্যে পূরণ থেকে শুরু করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, কঠিন বৈশ্বিক পরিস্থিতিসহ অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার ক্ষেত্রে জোরকদমে কাজ করছে। মূল্যস্ফীতি কমাতে কঠোর করেছে মুদ্রানীতি। নমনীয় করেছে বিনিময় হার। বৈশ্বিক সংকট শুধুমাত্র বাংলাদেশ নয়, পোড়াচ্ছে ইন্দো পাসিফিক অঞ্চলের সব দেশকে।
এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ কথায়। তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক কোন পথে রয়েছে? ভালো না খারাপ? কি মনে করছেন বিশেষজ্ঞরা?।একটা কথা স্বীকার করতেই হয়, কুড়ি বছর আগে যে বাংলাদেশ ছিল এখন কিন্তু সেই বাংলাদেশ নেই। দেশটার অগ্রগতি থেকে প্রবৃদ্ধি, দেখছে গোটা বিশ্ব। ১৯৭৩ সালে দঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি ছিল মাত্র ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা এখন অতিক্রম করেছে প্রায় ৪৫০ বিলিয়ন। একটা সময় দারিদ্র, ঘূর্ণিঝড় বন্যা থেকে শুরু করে নানা সমস্যায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল দেশটা। সেই সমস্যাগুলোর মুখোমুখি মোকাবিলা করছে বাংলাদেশ। গড়ে জিডিপি বাড়ছে ৪.৫% হারে। তাই তো বিশ্বের উন্নত বহু দেশের পত্রপত্রিকা থেকে শুরু করে অর্থনীতিবিদ, অনেকে বাংলাদেশের অগ্রগতিকে আখ্যা দিয়েছেন মিরাকল হিসেবে। বাংলাদেশের মাটিতে পোশাক শিল্পের এত দ্রুত প্রসার কিন্তু অন্যান্য দেশে দেখা যায় না। হু হু করে বেড়েছে রপ্তানি আয়। গুরুত্ব পেয়েছে নারীর ক্ষমতায়ন। জিডিপিতে এই শিল্পের অবদান পৌঁছেছে প্রায় ৩৫ শতাংশ।
তাই অভ্যন্তরীণ অব্যবস্থা, অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি, উৎপাদন হ্রাস, বৈশ্বিক অর্থনীতিতে তীব্র মন্দা সহ প্রচুর সমস্যা থাকলেও বহু বিশেষজ্ঞ মনে করছেন, আপাতত বাংলাদেশের অর্থনীতিতে বড়সড় বিপর্যয়ের কোন আশঙ্কা নেই। কিন্তু সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। সচেতন হতে হবে এখনই। হিসেব বলছে, বাংলাদেশের অন্যতম সমস্যা মূল্যবৃদ্ধি অর্থাৎ মূল্যস্ফীতি, যা বিষিয়ে তুলেছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন। আর্থিক খাতে রয়েছে দুর্বলতা। ব্যাংকগুলো খেলাপি ঋণ আর বিদেশে অর্থ পাচার সহ বড় বড় সমস্যার মুখে। গত মার্চের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকার, তিন মাসের ব্যবধানে তা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা। এশিয়ার মহাদেশে বাংলাদেশের মতো এত পরিমাণ অর্থ পাচার অন্যান্য দেশে হয় কিনা সন্দেহ আছে। গত ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ১১ লক্ষ কোটি টাকা।
প্রতিবছর পাচার হচ্ছে গড়ে প্রায় ৬৪ হাজার কোটি টাকা। দেশটার সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে। প্রায় ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। তারপর থেকে সেই যে রিজার্ভ কমতে শুরু করেছে, কমেই যাচ্ছে। পাশাপাশি কমছে মাসিক রেমিট্যান্স। বর্তমানে রিজার্ভ আছে মাত্র ১৭ বিলিয়ন ডলার। আশঙ্কা, যদি রিজার্ভ ১০ মিলিয়ন ডলারে পৌঁছায়, তাহলে বাংলাদেশকে দেখতে হতে পারে এক ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতি। তাই এখনো সময় আছে। বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে ঠিকই, কিন্তু কাঁটায় কাঁটায়। বর্ডার লাইন পার হলেই মুশকিল। এমনটাই মনে করছেন, বিশেষজ্ঞ থেকে শুরু করে অর্থনীতিবিদরা।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাধবপুরে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন হবিগঞ্জ জেলা

মাধবপুরে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন হবিগঞ্জ জেলা