আমেরিকা , শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেলেঙ্কারির ছায়ায় নতুন সেন্টেনিয়াল পার্কের সূচনা হ্যামট্রাম্যাক পুলিশ প্রধানের বিতর্কিত বিদায় সিলেটবাসীর বঞ্চনার অবসান চাই মিশিগানে নতুন কনস্যুলেট স্থাপনের অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ ভালোবাসার ঘরে প্রতিশোধের আগুন! দুই বিড়ালের মৃত্যু “সম্মান চাই, শত্রুতা নয়” ভারত নিয়ে নতুন সুরে ডা. শফিকুর রহমান ডেট্রয়েটের স্পিরিট প্লাজায় ২.১ মিলিয়ন ডলারে নতুন খেলার মাঠ ও স্থায়ী মঞ্চ হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে টহল গাড়িতে ধাক্কা, ডেট্রয়েটে আহত এমএসপি সদস্য আজ শ্যামাপূজা ও দীপাবলি ‘নো কিংস’-এর ডাকে উত্তাল মার্কিন মুলুক শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল ইসলাম হ্যামট্রাম্যাক প্রার্থীদের সঙ্গে বাংলা প্রেসক্লাব মিশিগানের প্রাণবন্ত মিট অ্যান্ড গ্রিট আগুনে স্তব্ধ শাহজালাল বিমানবন্দর, রাতেই আবার সচল আকাশপথ মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ৮৫ মিলিয়ন ডলারের বাজেট কাটছাঁট মিশিগানের অটোয়া কাউন্টিতে আবারও বার্ড ফ্লু শনাক্ত ভার্জিনিয়ায় মুসলিম নারীকে লাঞ্ছনার অভিযোগে নর্থভিলের এক ব্যক্তি গ্রেপ্তার নির্বাচনী জালিয়াতি : বিচারের মুখে হ্যামট্রাম্যাক কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান  ইঙ্গাম কাউন্টিতে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩ শুক্রবার সংসদে জুলাই সনদ সই, ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা মিশিগান আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

মিশিগানে সিঁদুর খেলা ও দর্পন বিসর্জনে শেষ দুর্গোৎসব

  • আপলোড সময় : ২৫-১০-২০২৩ ০৪:০৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৩ ০৪:০৬:৩০ পূর্বাহ্ন
মিশিগানে সিঁদুর খেলা ও দর্পন বিসর্জনে শেষ দুর্গোৎসব
ওয়ারেন, ২৫ অক্টোবর : দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার মিশিগানে ৫ দিনব্যাপী  শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। গতকাল  সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা সম্পন্ন হয়। এরপর অঞ্জলী, প্রসাদ বিতরণ এবং বিকেলে  প্রথা অনুযায়ী সিঁদুর খেলার মাধ্যমে বিসন্ন মনে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানান ভক্তরা। 

শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠীতে দেবীর বোধনের পর গত শনিবার নবপত্রিকায় প্রবেশ ও স্থাপনের পর শুরু হয় মহাসপ্তমী পূজা। রোববার সকালে মহাঅষ্টমীর বিহিত পূজা হয়। অষ্টমীর সন্ধ্যায় হয় সন্ধিপূজা। সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে মহা নবমী পূজা। গতকাল মঙ্গলবার  বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ ও ‘দর্পণ বিসর্জনের’ মাধ্যমে দুর্গাপূজার শাস্ত্রীয় সমাপ্তি ঘটে। 

পূজা উপলক্ষে এখানকার  মণ্ডপগুলো রং-বেরংয়ের বাতি, তোরণ ও নকশা দিয়ে সাজানো হয়। সব বয়সের মানুষ মেতে ওঠেন উৎসবে। ধূনচি নাচ, আরতি, নাটক ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে। গতকাল বিজয়া দশমী, দেবীদুর্গার বিদায়ের দিনে মণ্ডপে মণ্ডপে সকাল থেকে বাজতে থাকে বিষাদের সুর।

দিনে গড়িয়ে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে শেষবারের মতো দেবী দর্শনে মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়, মিশিগান কালিবাড়ি এবং ডেট্রয়েট দুর্গা টেম্পলে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। 

বিকেলে সব পূজামন্ডপে দুর্গা প্রতিমার বিদায়ের আয়োজনে বিষাদের ছায়া নেমে এলেও আনন্দ উল্লাসের কমতি ছিলনা হিন্দু ধর্মাবলম্বী গৃহবধুদের মাঝে। মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বী গৃহবধুরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। নারীরা নতুন পোশাক পড়ে সুন্দর করে সেজে সিঁদুরের ডালি নিয়ে মন্ডপে  মন্ডপে হাজিন  হন। গানে গানে নেচে গেয়ে একে অপরকে সিঁদুর পড়িয়ে দেন। এই সিঁদুর খেলায় মেতেছে সবাই ৷ প্রতিটি মন্ডপেই ছিল এমন উল্লাস।  


এর আগে বিসর্জন পর্বে শান্তিজল  গ্রহণ ও প্রশস্তি বন্ধন শেষে নারী পুরুষ সকলেই একে অপরকে আলিঙ্গনও শুভেচ্ছা বিনিময় করেন। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়। শাস্ত্রীয় মতে এবার দেবী দুর্গা কৈলাশ থেকে স্ব-পরিবারে মর্ত্য লোকে এসেছেন ঘোড়ায় চড়ে। আবার ঘোড়ায় চড়ে স্বামীঘৃহে ফিরে গেছেন দুর্গতি নাশিনী দুর্গা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বর্ণাঢ্য অভিষেক ২৬ অক্টোবর

জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বর্ণাঢ্য অভিষেক ২৬ অক্টোবর