আমেরিকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দৃষ্টিনন্দন প্রাসাদ বিক্রয়ের জন্য তালিকাভুক্ত, দাম ২৫ লাখ ডলার সেন্ট ক্লেয়ার শোরসে আই-৯৪ এ গুলি বিনিময় জিএম টলেডো কারখানায় গ্যাসচালিত ট্রাকের ট্রান্সমিশন উৎপাদন বাড়বে ডিটিই রেট বৃদ্ধির প্রস্তাবে আবাসিক বিদ্যুৎ বিল ১১% বাড়তে পারে হ্যামট্রাম্যাকের ২ সিটি কাউন্সিল সদস্যের বাসস্থান নিয়ে প্রশ্ন উঠেছে নাম ও স্বীকৃতি ডেট্রয়েটের মেয়র পদে প্রতিযোগিতাকে প্রভাবিত করতে পারে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি বন্ধুকে বাঁচাতে গিয়ে মেক্সিকোর সমুদ্রে প্রাণ হারালেন সাগিনার তরুণ শিল্পী ডিয়ারবর্ন হাইটসে নিখোঁজ কিশোরী উদ্ধার লোয়ার মিশিগানে চষে বেড়াচ্ছে কালো ভাল্লুক অবৈধ ম্যাসাজ পার্লারের মাধ্যমে মানব পাচার : লিভোনিয়ার স্বামী-স্ত্রী অভিযুক্ত ১০০ দিন পূর্তি উদযাপনে মিশিগান আসছেন ট্রাম্প সিলেটের মাটিতে বাংলাদেশের হার, দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ের টেস্ট জয় স্মার্ট রাস্তা দ্রুত এবং নিরাপদ ভ্রমণের পথ এবং চীনকে টেক্কা দেওয়ার চাবিকাঠি যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম ৩,৫০০ ডলার ছুঁয়েছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের নেতারা  গবেষণা কাটছাঁটের বিরুদ্ধে লড়াই করছেন মিশিগানের খুচরা বিক্রেতারা বাণিজ্যের ক্ষেত্রে অস্থিরতা অনুভব করছেন পোপ ফ্রান্সিসের মহাপ্রয়াণ চলতি সপ্তাহে মেট্রো ডেট্রয়েটজুড়ে তাপমাত্রা থাকবে উষ্ণ ডেট্রয়েটে ক্র্যাক কোকেন যুগের ভয়াবহ চিত্র

লন্ডনে 'শৈশবের টানে, স্কুলের পানে' রিইউনিয়নে হাজির পাঁচ শতাধিক

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ০৩:৩০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ০৩:৩০:১৭ অপরাহ্ন
লন্ডনে 'শৈশবের টানে, স্কুলের পানে' রিইউনিয়নে হাজির পাঁচ শতাধিক
 লন্ডন, ২১ নভেম্বর : “শৈশবের টানে, স্কুলের পানে” এই শ্লোগানকে সামনে রেখে গৌরবে-ঐতিহ্যে ১৪০বছর পুর্তি উপলক্ষে সম্প্রতি সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হবিগন্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এবার হবিগন্জের বাইরে ইউকে এন্ড ইউরোপ কমিটির উদ্যোগে ইংল্যান্ডে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হল রিইউনিয়ন ২০২৩। গত ১৯শে নভেম্বর রবিবার বার্মিংহাম পিকাডিলি ব্যানকুয়েটিং হলে অনুষ্ঠানের আহবায়ক তাছাদ্দুক হোসেন বাহার (ব্যাচ-৭৯)এর সভাপতিত্বে সভায় পরিচালনা করেন সদস্য সচিব এম এ মুনতাকিম (ব্যাচ-৮৮)। অনুষ্ঠান উদ্বাধন করেন ১৯৫৭ ব্যাচের সর্বোচ্চ সিনিয়র ছাত্র, এ কে এম সালেহ উদ্দিন চৌধুরী। এসময় সিনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার হাজী এম এ মতিন, দেওয়ান মিজবাহ গাজী, হারুনুর রশীদ, আমিনুর চৌধুরী বাহার, কাউন্সিলার ইদু মিয়া, মোঃ রানা মিয়া চৌধুরী, হাবিবুর রহমান রানা, শমশেদ বখত চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী, নজমুল হোসেন চৌধুরীসহ আগত সকল ছাত্রবৃন্দ হলের বাইরে বেলুন উড়িয়ে আনন্দঘন পরিবেশে উদ্বোধন করা হয়। 


পাঁচশতাধিক মানুষের অংশগ্রহন মূলক অনুষ্ঠানটি আধুনিক মিলন মেলায় পরিনত হয়। অনেকেই বহুদিন পর প্রিয় ক্লাসমেইটকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই প্রিয় স্কুলের বড় ভাইকে পেয়ে, ছোট ভাইকে পেয়ে, বন্ধুকে পেয়ে আনন্দে চোখের অশ্রু জড়ান, প্রবাস জীবন যান্ত্রিক জীবন, ইচ্ছে হলেও এক দেশ থেকে অন্য দেশে বেড়াতে যেতে পারেন না, সময়ের অভাবে ব্যস্ততার কারনে, অনেককে বলতে শুনা গেছে ২০বছর ৩০বছর পর প্রিয় মানুষটির সাথে দেখা হয়েছে, এ এক অন্য রকম অনুভূতি। অনেককেই বলতে শুনাগেছে এই ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছর হয় এবং আয়োজন করার জন্য কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।

হলের ভিতরে প্রয়াত ও জীবিত প্রিয় স্যারদের ছবি সম্বলিত ফেস্টুন  দেখে অনেকেই পরিবার ছেলেমেয়ে নিয়ে ছবি উঠান, স্যারদের সাথে স্কুল জীবনের নানান স্মৃতিচারন করেন, হলের ভিতরে স্কুলের টিফিন সাপ্লাইকারী হবিগন্জের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান জলযোগের স্টল দেয়া হয়, প্রয়াত সুধীর দেবের টিফিনের স্মৃতি চারন করেন অনেকে। অনুষ্ঠানে সর্বোচ্চ ১৯জন সিনিয়র প্রাক্তন ছাত্রকে সম্মাননা প্রদান করা হয়। প্রত্যেক ব্যাচের সকলকে পরিচয় করে দেওয়া হয় এবং তাদের দ্বারা সম্মাননা প্রদান করা হয়, এবং প্রত্যেকেই তাদের স্কুল জীবনের নানাদিক নিয়ে স্মৃতিচারন করেন। ইউকে এবং ইউরোপ থেকে আগত অনেকেই স্ত্রী, ছেলে,মেয়ে, বন্ধুবান্ধব নিয়ে এসেছেন তাদের প্রিয় বিদ্যালয়ের অনুষ্ঠানে, বাচ্চারা অনেক আনন্দ করে তাদের বাবার স্কুলের অনুষ্ঠানে এসে। 
শেষে ট্রেজারার মোঃ অলিউর রহমানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক ছাত্ররা যার যার মত করে সঙ্গীত, কৌতুক, ধামাইল, পরিবেশন করেন, সবাই মিলে আনন্দ করেন। অনুষ্ঠান শেষে অনেকেই বলতে শুনা যায় এই প্রথম হবিগন্জের কোন স্কুলের এত জাঁকজমকপূর্ন রিইউনিয়ন হল। 

উল্লেখ্য ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত স্কুলটি এখনও সেই নতুনের মতই দাঁড়িয়ে আছে হবিগন্জের ঐতিহ্যবাহী তিন কোনা পুকুর পাড়ে। পরিশেষে আগত সকলকে কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা। রিইউনিয়ন ইউকে এন্ড ইউরোপের প্রায় ১৫৩ জন রেজিষ্ট্রেশন করেন দেবাশিষ বণিক দেবু, জাবেদ চৌধুরী, আইয়ুব শেখ সোহেল, ইকরামুল বর চৌধুরী, খান মোঃ মনজুর এলাহী, চৌধুরী আবুল কালাম, এ বি এম আবুল হায়দার রাজু, দেওয়ান সৈয়দ ওয়েছুর রেজা, খুরশেদ নুমান চৌধুরী, দেওয়ান সাইফুর রহমান সোহাগ, ওয়াহিদ উজ জামান, শামসুদ্দিন আহমেদ, ইফতেকার মালিক রাসেল, মিজানুর চৌধুরী রাজন, শফি মোস্তফা, শাহ মোঃ জাবের মিয়া, ইমরানুল বার চৌধুরী (আবজাল), সৈয়দ সাব্বির আহমেদ, আতাউল গনি লিটন, নুরুজ জামান শাহীন, দেওয়ান আব্দুল মুকাদ্দিম চৌধুরী নিয়াজ, ইমরুল হুসাইন, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, ডি শোয়েব গাজী, আবু সায়েম খোকন, মারুফ চৌধুরী, রুহুল আলম চৌধুরী, বজলুর চৌধুরী, মোঃ মহিবুর রহমান মিঠু, নাজমুল হোসেন চৌধুরী, ফারুক আহমেদ ভিপি, দেওয়ান আব্দুল ওয়াহেদ চৌধুরী, মাহবুবুর রহমান, সৈয়দ আশফাকুর রহমান ফারহান, সৈয়দ জাকারিয়া আহমেদ, আব্দুল হক চৌধুরী, হাবিবুর রহমান রানা, মোঃ আব্দুল কাদির রনি, দেওয়ান আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহ আশফাকুল কবির, শাহ মিজানুর রহমান দুলু, মোঃ হারুনুর রশীদ, মোঃ এনামুর রহমান চৌধুরী রানা, ফয়সাল আহমেদ চৌধুরী, মোঃ মাহফুজুর রহমান, শামসুদ্দিন চৌধুরী ফয়সাল, নাজমু উদ্দিন তালুকদার মিঠু, শামস শানান, মোঃ শারিফুল হাসান তরফদার ইমন, মোঃ অলিউর রহমান, রুমেল দাস মিখন, সৈয়দ দেলোয়ার হোসেন, শরীফ মো. খায়রুজ্জামান ইমন, মোহাম্মদ কামাল, মোঃ গোলাম মোস্তফা চৌধুরী তুহিন, নাসির উদ্দিন, ফখরুল ইসলাম সৈয়দ, দেওয়ান সৈয়দ বাহাদুর রেজা, মনজুর বিন মসউদ চৌধুরী, মোঃ ফয়সল হোসেন চৌধুরী এমবিই এমএসপি, আজিজুর রহমান সেলিম, নির্বাণ চৌধুরী নিমু, বশির উদ্দিন মাহমুদ, শাহ রাসেল, মুহাম্মদ সাওগাতুল ইমাম চৌধুরী, দেলুয়ার হোসেন চৌধুরী, রবিন রায়, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, ফজলুর রহমান খান, মজিবুর রহমান, ফজলে রাব্বি চৌধুরী, এম এ আউয়াল, জাহাঙ্গীর আলম, ফুরকানুর রহমান চৌধুরী সাগর, জুনেদ হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান কুতুব, মোঃ সাহাদাত হোসেন,

জুলফিকার আলম চৌধুরী সুমন, দেওয়ান মিজবাহ গাজী, কয়েস মিয়া সিরাজ, তাফররুজ হোসেন আরমান, মোঃ জাহাঙ্গীর আলম ইউসুফ, শাহ আসিফুল ইসলাম, সৈয়দ আতাউর রহমান পান্নু, আব্দুল মুক্তাদির আরমান, এ কে এম সালেহ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আব্দুল হাসিব চৌধুরী, মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী, মোঃ জুনায়েদ ইবনে সাহেদ, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল, মোস্তফা জামান বাবুল, এম এ আজিজ, মহিউদ্দিন আহমেদ, বাকি বিল্লাহ জালাল, মশিউর রহমান জাবেদ, এ কে এম কামরুল হাসান চৌধুরী, মোহাম্মদ মহিবুর রহমান, হোসেন ফেরদৌস, এম এ মহসিন, মোঃ আব্দুল হামিদ, মোঃ রানা মিয়া চৌধুরী, মাজিদুল হক চৌধুরী মিন্টু, মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী, শরফ উদ্দিন, মোঃ শমশাদ বখত চৌধুরী, মোঃ আব্দুল মুমিন, সালেহ আজহার খান পাপ্পু, নাজমুল হুদা চৌধুরী নিক্সন, হারুনুর রশীদ, চয়ন চৌধুরী, মোঃ শফিউল আলম, সাকিব রাহাত চৌধুরী, মোঃ গোলাম বাসাত নুমানী সাকিব, এস আবু সালেহ মোঃ সারওয়ার হাসান, আহসান হাবিব সোহেল, এরশাদ সুহেল চৌধুরী, মোঃ সাইফুল আলম লিটন, মহিউদ্দীন জিলানী, জি এন জে আহসান, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, খালেদ চৌধুরী উজ্জ্বল, দেওয়ান তানভীর গাজী, মেহেদী হাসান ইয়াসির, মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী, মতিউর রহমান আখন্দ, মোঃ তানভীর জামান শুভ, সারোয়ার আহমেদ খান, মোঃ ইকবাল ফজলু, ব্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী, সৈয়দ মোশতাক আহমেদ, ডাঃ এম এ মতিন, ফজলুল হক রানা, মোঃ মুস্তাফিজুর রহমান চৌধুরী, সাইফুল বর চৌধুরী ফয়সাল, সরদার গোলাম সরওয়ার, আল মাহমুদুর রহমান তুহিন, তোফায়েল চৌধুরী মনসুর, এম এ মুনতাকিম, মোঃ মাহবুবুল হক জাবেদ, ফেরদৌস করিম আখঞ্জি-ফ্রান্স, মীর মিজানুর রহমান - ইতালি, সৈয়দ মহিবুর রহমান শামীম - বেলজিয়াম, সজিব রায়- ফ্রান্স, মুফতি চৌধুরী-বেলজিয়াম, মোঃ মাজহারুল ইসলাম - ফ্রান্স, মেহেদী হাসান-ফ্রান্স, মোঃ আরিফুর রহমান - ফ্রান্স, ইফতেখার হোসেন ইফতি-ডেনমার্ক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেসবুকে ঘোষণা দিয়ে টাঙ্গাইলে পাঠাগার থেকে শত শত বই লুট

ফেসবুকে ঘোষণা দিয়ে টাঙ্গাইলে পাঠাগার থেকে শত শত বই লুট