আমেরিকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রয়েল ওকে গুলিবর্ষণে নিহত ১, একজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে নতুন পালটা শুল্ক ২০% : কার্যকর ৭ আগস্ট থেকে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গাড়ি চুরি  : ১২ বছরের কিশোর গ্রেপ্তার অ্যান আরবার হোটেলের বিরুদ্ধে মামলা : পুল থেকে সংক্রমণে নারী আক্রান্ত ডেট্রয়েটে ভবনে গাড়ি ধাক্কায় ২ জন নিহত, ২ জন আহত স্টার্লিংফেস্টে আতশবাজি ছুঁড়ে মারার অভিযোগে কিশোর অভিযুক্ত মিশিগানে গর্ভবতী নারী ও শিশুদের জন্য কোভিড-১৯ টিকার সুপারিশ বহাল ক্যান্টনে ১৩ বছরের কিশোরী গুলিতে নিহত, একজন গ্রেপ্তার ম্যাকম্ব কাউন্টিতে ট্রাফিক স্টপে ভয়ংকর গ্যাং সদস্য গ্রেপ্তার জেজে শুধু স্বপ্নে আসে : হত্যাকারী কিশোরের আত্মবিবৃতি আদালতে ম্যানহাটনে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪ ফ্লিন্টের শান্ত ভোরে গোলাগুলির তাণ্ডব : নিহত ২, আহত বহু  ডেট্রয়েটে পেট্রোল পাম্পে গুলিবর্ষণ : নিহত ২, আহত ২ বেল আইলে পারিবারিক পুনর্মিলনীতে ট্র্যাজেডি ট্র্যাভার্স সিটিতে গণছুরিকাঘাত, ওয়ালমার্ট এখনও বন্ধ : রোগীদের অবস্থার উন্নতি ডেট্রয়েটে গুলিতে ৬ বছরের শিশু নিহত পন্টিয়াক লেকে নৌকার বিস্ফোরণে বাবা-ছেলেসহ ৩ জন দগ্ধ ডেট্রয়েটে চারটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিশোর গ্রেপ্তার মিশিগানে ছুরিকাঘাতের রক্তাক্ত দিন: ওয়ালমার্টে আহত ১১, সন্দেহভাজন আটক লেনক্স টাউনশিপের এক ব্যক্তির বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ

ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-১২-২০২৩ ১১:১৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৩ ১১:১৬:২৮ পূর্বাহ্ন
ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ
ঢাকা, ৩ ডিসেম্বর (ঢাকা পোস্ট) : অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা খাতুনের দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পাশাপাশি তাদের মাটিতে তাদেরকেই হারিয়ে দিল বাংলাদেশ।
জ্যোতি-মুর্শিদার ঝোড়ো ব্যাটিংয়ে টাইগ্রেসরা প্রথমে ব্যাট করে ১৪৯ রানের বড় স্কোর গড়ে। বাকি দায়িত্ব ছিল বোলারদের ওপর। সেখানে ‘গোল্ডেন এ প্লাস’ পেয়েছেন স্বর্ণা আক্তার। তার ৫ শিকারে প্রোটিয়াদের ইনিংস থেমেছে ১৩৬ রানে। ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টাইগ্রেসদের কাছে হেরে গেল ১৩ রানে। একইসঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা জয় দিয়ে শুরু করল বাংলাদেশ।
এর আগে ২০১২ সালে মিরপুরে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের সেই জয়ের পর আর দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। সবমিলিয়ে দু’দলের মুখোমুখি দেখায় ১১ টি-টোয়েন্টির ১০টিতেই জয় পেয়েছিল প্রোটিয়ারা। তাই আজকের জয়টি সব দিক থেকে দারুণ কিছু জ্যোতি-স্বর্ণাদের জন্য।
বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে নেমেছিল। ওই সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই জয় পেয়েছিল জ্যোতির দল। ফলে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমে টস জিতে বাংলাদেশ অধিনায়ক আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে দারুণ শুরুে এনে দেন ওপেনাররা। শেষ পর্যন্ত মুর্শিদা খাতুনের অপরাজিত ৬২ এবং অধিনায়ক জ্যোতির ঝোড়ো ৩৪ রানে ভর করে বাংলাদেশ প্রোটিয়াদের ১৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকরাও উড়ন্ত সূচনা পায় দুই ওপেনারের ব্যাটে। ওপেনিং জুটিতে প্রোটিয়া অধিনায়ক তাজমিন ব্রিটস ও অ্যানিকে বখ পাওয়ার প্লের ৬ ওভারে উইকেটশূন্য ৫০ রান তোলেন। বাংলাদেশি বোলারদের চাপের ‍মুখে রেখে তাদের সেই জুটি টিকে দলীয় ৬৯ রান পর্যন্ত। ব্রিটসকে ব্যক্তিগত ৩০ রানে ফিরিয়ে টাইগ্রেসদের প্রথম ব্রেকথ্রু এনে দেন রাবেয়া খান। মাত্র তিন রানের ব্যবধানে সফরকারীদের আবারও আনন্দের উপলক্ষ্য এনে দেন ফাহিমা খাতুন। তিন নম্বরে নামা অ্যানারি ডার্কসেনকে ব্যক্তিগত ১ রানেই বোল্ড করে দেন এই লেগ-স্পিনার। ৬৯ রানের আগপর্যন্ত উইকেট না হারানো প্রোটিয়ারা ৭২ রানে ২ উইকেট হারায়।
এরপর বাংলাদেশও ম্যাচে ফেরার এই সুযোগকে কাজে লাগায়। এরপর যে ব্যাটারই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা চালিয়েছেন, তারই লাগাম টেনে ধরেছেন স্বর্ণারা। সুনে লুসকে ব্যক্তিগত ১৮ রানে ফেরান তিনি। এরপর এক রানের ব্যবধানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষদিকে বাংলাদেশের গলার কাঁটা হতে পারতেন কেবল ওপেনার বখ। তাকে লতা মন্ডলের তালুবন্দি করে বাংলাদেশকে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ এনে দেন স্বর্ণা। এর আগে বখ ৪৯ বলে ৯টি চার ও এক ছয়ে ৬৯ রান করেন।
এই ওপেনারের বিদায়ে বাংলাদেশ তখনই জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল। বাকি ছিল খাতা-কলমের কিছু হিসাব। যা স্বাগতিক টেল-এন্ডাররা মেলাতে পারেননি। ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সর্বসাকুল্যে ১৩৬ রান তুলতে পারে। আর বাংলাদেশ তাদের মাটিতে প্রথম এবং টি-টোয়েন্টিতে দ্বিতীয় জয়ের আনন্দে মাতে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ পাঁচ শিকার করেছেন স্বর্ণা। এছাড়া নাহিদা খাতুন, ফাহিমা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট পেয়েছেন।
এর আগে প্রথমে ব্যাট করা বাংলাদেশ শুরু থেকে ইতিবাচক ছিল। মাঝে প্রোটিয়াদের কেবল দুবার সুখকর মুহূর্ত এনে দেন বোলাররা। বাংলাদেশ দলীয় ৪৪ এবং ৮৩ রানে দুই ব্যাটারকে হারালেও, বাকি নিয়ন্ত্রণ ছিল জ্যোতি-মুর্শিদার হাতে। মুর্শিদা ৫৯ বলের ইনিংসে ৬টি চার ও একটি ছক্কার বাউন্ডারিতে ৬২ রান করেন। তাকে যোগ্য সঙ্গ দেওয়া জ্যোতি ছিলেন আরও বিধ্বংসী। ২১ বলে তিনি ৬টি চারের বাউন্ডারিতে ৩৪ রানে অপরাজিত ছিলেন। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নন্দুমিসো সাঙ্গাস ও এলিজ-ম্যারি মার্ক্স।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাধবপুরে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন হবিগঞ্জ জেলা

মাধবপুরে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন হবিগঞ্জ জেলা