আমেরিকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বসন্তের রোলারকোস্টার শুরু মেট্রো ডেট্রয়েটে, তাপমাত্রা নাচবে ওঠানামার ছন্দে ডেট্রয়েটের সম্ভাব্য তহবিল কাটছাঁট নিয়ে মেয়র প্রার্থীদের ফোরামে উত্তপ্ত আলোচনা দৃষ্টিনন্দন প্রাসাদ বিক্রয়ের জন্য তালিকাভুক্ত, দাম ২৫ লাখ ডলার সেন্ট ক্লেয়ার শোরসে আই-৯৪ এ গুলি বিনিময় জিএম টলেডো কারখানায় গ্যাসচালিত ট্রাকের ট্রান্সমিশন উৎপাদন বাড়বে ডিটিই রেট বৃদ্ধির প্রস্তাবে আবাসিক বিদ্যুৎ বিল ১১% বাড়তে পারে হ্যামট্রাম্যাকের ২ সিটি কাউন্সিল সদস্যের বাসস্থান নিয়ে প্রশ্ন উঠেছে নাম ও স্বীকৃতি ডেট্রয়েটের মেয়র পদে প্রতিযোগিতাকে প্রভাবিত করতে পারে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি বন্ধুকে বাঁচাতে গিয়ে মেক্সিকোর সমুদ্রে প্রাণ হারালেন সাগিনার তরুণ শিল্পী ডিয়ারবর্ন হাইটসে নিখোঁজ কিশোরী উদ্ধার লোয়ার মিশিগানে চষে বেড়াচ্ছে কালো ভাল্লুক অবৈধ ম্যাসাজ পার্লারের মাধ্যমে মানব পাচার : লিভোনিয়ার স্বামী-স্ত্রী অভিযুক্ত ১০০ দিন পূর্তি উদযাপনে মিশিগান আসছেন ট্রাম্প সিলেটের মাটিতে বাংলাদেশের হার, দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ের টেস্ট জয় স্মার্ট রাস্তা দ্রুত এবং নিরাপদ ভ্রমণের পথ এবং চীনকে টেক্কা দেওয়ার চাবিকাঠি যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম ৩,৫০০ ডলার ছুঁয়েছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের নেতারা  গবেষণা কাটছাঁটের বিরুদ্ধে লড়াই করছেন মিশিগানের খুচরা বিক্রেতারা বাণিজ্যের ক্ষেত্রে অস্থিরতা অনুভব করছেন পোপ ফ্রান্সিসের মহাপ্রয়াণ

বিএনপি ভোটারদের অপমান করেছে : আওয়ামী লীগ

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ন
বিএনপি ভোটারদের অপমান করেছে : আওয়ামী লীগ
ঢাকা, ৭ জানুয়ারি (ঢাকা পোস্ট) : চলমান দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি ভোটারদের অপমান করেছে বলে মন্তব্য করে দলটির প্রতি নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। ‘কুকুর বিড়াল’-এর সঙ্গে তুলনা করে ভোটারদের অপমান করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ নিন্দা জানান।
এর আগে এদিন সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ‘ভোটকেন্দ্রে কুকুর বিড়াল ছাড়া কেউ নেই’ বলে মন্তব্য করেন। পরে এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়।     
তার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, বিভিন্ন গণমাধ্যমে আমরা ভোটারদের ছবি দেখেছি—দীর্ঘ লাইন, ১২০ বছরের বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে সন্তান ভোটকেন্দ্রে গেছেন। এমন যখন দৃশ্য তখন তার (মঈন খান) এই ধরনের বক্তব্য বাংলাদেশে ভোটারদের অপমান করা, বাংলাদেশের জনগণকে অপমান করা। তিনি প্রকারান্তরে বাংলাদেশের ভোটারদেরকে ‘কুকুর বিড়াল’-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, তার এই অবান্তর ও লজ্জাহীন মন্তব্যের জন্য ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। 
বিপ্লব বড়ুয়া বলেন, এ ধরনের বক্তব্য প্রমাণ করে বিএনপি নির্বাচনকে কিভাবে দেখে, গণতন্ত্রকে কিভাবে দেখে, সংবিধানকে কিভাবে দেখে। তারা বরাবরই সংবিধান, নির্বাচনকে অবজ্ঞা করে অবৈধভাবে ক্ষমতা দখল করার স্বপ্ন দেখে। তাই তারা বাংলাদেশের ভোটারদের ‘কুকুর বিড়াল’-এর সঙ্গে তুলনা করার দুঃসাহস দেখিয়েছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাকে বিদেশি এক সাংবাদিক টেলিফোনে জানালো—বাংলাদেশে ইউকের (যুক্তরাজ্য) মত নির্বাচন হয়েছে। স্বচ্ছ, অবাধ ও মুক্ত পরিবেশে নির্বাচন হচ্ছে। সবচেয়ে বড় কথা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। উল্লেখ করার মতো তেমন কোনো সহিংস ঘটনা কোথাও ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমাদের ৪২ হাজার ভোটকেন্দ্র রয়েছে, যেখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেছে, ভোটকেন্দ্রে ভোট বাতিল করেছে এবং স্থগিত করেছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে রাষ্ট্রের নির্বাহী বিভাগকে নিয়ে নির্বাচন পরিচালনা করে যাচ্ছে। ভোটারদের উপস্থিতি বেড়েছে। সকালে ভোটারদের উপস্থিতি একটু ধীরগতি ছিলো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘ লাইন হয়েছে।
তিনি আরও বলেন, সহিংস ঘটনা ঘটিয়ে বিএনপি-জামায়াত ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করে, নির্বাচন থেকে ভোটারদের দূরে রাখার যে ষড়যন্ত্র করছিল সেটি ব্যর্থ হয়েছে। এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে সাধারণ ভোটার ভোটকেন্দ্রে এসেছেন, ভোট দিয়েছেন। কিন্তু বিএনপি জামাতের অপপ্রচার এখনো থেমে নেই।  বিএনপির রিজভী সাহেব আজগুবি কথা বলছেন। অথচ নির্বাচনে প্রায় তিনশ বিদেশি পর্যবেক্ষক রয়েছেন। তারা এ নির্বাচনকে সন্তুষ্টজনক মনে করছেন বলে আমাদের জানিয়েছেন। কোনো কোনো পর্যবেক্ষক বলেছেন, এই নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রেটার বালুচর প্রবাসী সোস্যাল এসোসিয়েশনের সাধারণ সভা ও ঈদ পুণর্মিলনী

গ্রেটার বালুচর প্রবাসী সোস্যাল এসোসিয়েশনের সাধারণ সভা ও ঈদ পুণর্মিলনী