নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১১ জানুয়ারি : নবীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা সামছুল হক খেলা নিয়মিত শিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত হয়েছেন। নবীগঞ্জের প্রতিভাবান কণ্ঠশিল্পী খেলা নভেম্বর মাসে সারাদেশের অগণিত প্রতিযোগীর সাথে আধুনিক গানে বাংলাদেশ’ টেলিভিশনের অডিশনে অংশগ্রহণ করেন। গত সোমবার বিটিভি থেকে খেলার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে অডিশনে উত্তীর্ণ হওয়ার কথা জানানো হয়।
নবীগঞ্জ পৌর এলাকার মৃত মোহাম্মদ এনাম উদ্দিন ও মোছাম্মদ জমিলা খাতুনের পুত্র শামসুল হক খেলা ছোটবেলা থেকে সঙ্গীত সাধনা করে আসছেন। নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের প্রয়াত ওস্তাদ জ্ঞ্যানেন্দ্র দাশ পটলে’র কাছ থেকে তিনি শৈশবে সঙ্গীতের তালিম নেন। পরবর্তীতে দেশের নামকরা শিল্পীদের কাছ থেকেও সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বৈঠকী গানের আসরসহ দেশের বিভিন্ন এলাকায় মঞ্চে দরাজ কণ্ঠে আধুনিক গান গেয়ে দর্শকশ্রোতাদের মন জয় করে আসছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

আনোয়ার হোসেন মিঠু :