সিলেট, ১৬ জানুয়ারি : সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সাথে এটিএন এডুকেশনের এক আলোচনা সভা আজ মঙ্গলবার বিকেলে সুবিদবাজারস্থ রেইনবো গেষ্ট হাউজে অনুষ্ঠিত হয়েছে।
এসময় ঢাকা ও লন্ডন থেকে আগত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাজেদুর রহমান মুনিম সিইও, এটিএন এডুকেশন এটিএন মিডিয়া কমিউনিকেশন এটিএন লাইফ স্টাইল, নাসরিন আক্তার নিপুন, জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা সাধারণ সম্পাদক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, সোহেল আহমেদ, আন্তর্জাতিক কমিউনিটি এক্টিভিটিস অভিনেতা, নৃত্যশিল্পী, ফ্যাশন স্টাইলিস্ট ও সমাজকর্মী লন্ডন ইউকে, ডা.পলিন নার্গিস আক্তার চর্মরোগ, ত্বক, লেজার চিকিৎসা বিশেষজ্ঞ সার্টিফাইড, হালি স্ট্রিট লন্ডন, ইউকে, সাইফুল আলম মাসুদ খান, আন্তর্জাতিক মেকআপ প্রশিক্ষক, ব্রাইডাল, মডেল মেকআপ বিশেষজ্ঞ, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, লন্ডন টাওয়ার হ্যামলেট এর সাবেক ডেপুটি মেয়র মাদার জেনেত,কবি ও লেখক রাহানামা সাব্বির মনি, বিশিষ্ট নারী উদ্যোক্তা নূরুন নাহার বেবি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ আামত আলী, বিশিষ্ট সমাজকর্মী এনাম আহমদ, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, মহাসচিব উৎফল বড়ুয়া, সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, সালমা বেগম সুমি, শাম্মী বেগম, হেলেন বেগম, তপতি বড়ুয়া, রমা বড়ুয়া, শেলু বড়ুয়া, রোকেয়া বেগম, লুনা বড়ুয়া, আব্দুল মালেক, মহানগর হাসপাতাল সিলেটের পরিচালক মাসুদ আহমেদ, সাংবাদিক বিপ্লব পাল, রাজিব আহমদ, সিমিন আক্তার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

উৎফল বড়ুয়া :