আমেরিকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দৃষ্টিনন্দন প্রাসাদ বিক্রয়ের জন্য তালিকাভুক্ত, দাম ২৫ লাখ ডলার সেন্ট ক্লেয়ার শোরসে আই-৯৪ এ গুলি বিনিময় জিএম টলেডো কারখানায় গ্যাসচালিত ট্রাকের ট্রান্সমিশন উৎপাদন বাড়বে ডিটিই রেট বৃদ্ধির প্রস্তাবে আবাসিক বিদ্যুৎ বিল ১১% বাড়তে পারে হ্যামট্রাম্যাকের ২ সিটি কাউন্সিল সদস্যের বাসস্থান নিয়ে প্রশ্ন উঠেছে নাম ও স্বীকৃতি ডেট্রয়েটের মেয়র পদে প্রতিযোগিতাকে প্রভাবিত করতে পারে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি বন্ধুকে বাঁচাতে গিয়ে মেক্সিকোর সমুদ্রে প্রাণ হারালেন সাগিনার তরুণ শিল্পী ডিয়ারবর্ন হাইটসে নিখোঁজ কিশোরী উদ্ধার লোয়ার মিশিগানে চষে বেড়াচ্ছে কালো ভাল্লুক অবৈধ ম্যাসাজ পার্লারের মাধ্যমে মানব পাচার : লিভোনিয়ার স্বামী-স্ত্রী অভিযুক্ত ১০০ দিন পূর্তি উদযাপনে মিশিগান আসছেন ট্রাম্প সিলেটের মাটিতে বাংলাদেশের হার, দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ের টেস্ট জয় স্মার্ট রাস্তা দ্রুত এবং নিরাপদ ভ্রমণের পথ এবং চীনকে টেক্কা দেওয়ার চাবিকাঠি যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম ৩,৫০০ ডলার ছুঁয়েছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের নেতারা  গবেষণা কাটছাঁটের বিরুদ্ধে লড়াই করছেন মিশিগানের খুচরা বিক্রেতারা বাণিজ্যের ক্ষেত্রে অস্থিরতা অনুভব করছেন পোপ ফ্রান্সিসের মহাপ্রয়াণ চলতি সপ্তাহে মেট্রো ডেট্রয়েটজুড়ে তাপমাত্রা থাকবে উষ্ণ ডেট্রয়েটে ক্র্যাক কোকেন যুগের ভয়াবহ চিত্র

সিলেটে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

  • আপলোড সময় : ১১-০৩-২০২৪ ১২:৩০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৪ ১২:৩০:৫১ অপরাহ্ন
সিলেটে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
সিলেট, ১১ মার্চ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে সিলেট মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) আলোকচিত্র প্রদর্শনী ‘শ্রদ্ধা’র সমাপণী ও বঙ্গবন্ধুর ওপর অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার সকালে সিলেট মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাস চত্বরে বঙ্গবন্ধুর ওপর অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপণী অনুষ্ঠিত হয়। ব্যক্তিগত উদ্যোগে আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু এ প্রদর্শনী ও অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার আয়োজন করেছেন।
 সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ, সভাপতিত্ব করেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের  উপাধ্যক্ষ  প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ। 
আরো উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী,  বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ জেবিন আক্তার। এছাড়াও মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার পরীক্ষক ছিলেন তাহমিনা বেগম সহকারি শিক্ষক (ভৌত বিজ্ঞান) পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ চুনারুঘাট হবিগঞ্জ।
প্রধান অতিথির বক্তেব্যে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ বলেন, এই প্রদর্শনী বঙ্গবন্ধুকে নতুন করে জানতে সহায়তা করবে। এই ছবি যে কি সেটা একটা ছবি দেখলেই বুঝা যায়। একটা ছবিতে দেখলাম বৃষ্টির মধ্যে জাতির পিতার ভাস্কর্যের ছবি তুলছে একজন রিকশা চালক। একজন রিকশা চালকের সাথে বঙ্গবন্ধুর যে সম্পর্ক সেটা ছবির মাধ্যমে যেভাবে আমাদের মাঝে নিয়ে এসেছেন আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু আমি থাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানায়। 
মানুষ কোন একটা কাজ করে কিছু পাওয়ার জন্য কিন্তু কিছু মানুষ কাজ করে শুধু দেওয়ার জন্য। ফোজিত শেখ বাবু তাদেরই একজন। সে যেভাবে নিজ উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করছেন সেটা বাংলাদেশ কেনো সারা পৃথিবীতেই বিরল।
আজকে ফোজিত শেখ বাবু যেভাবে বিদেশীদের আমাদের মাঝে তুলে ধরেছেন এটা বিদেশীদের জন্য যেমন সম্মানের তেমনি আমাদের জন্যও সম্মানের। ভবিষ্যতে এই ধরণের প্রদর্শনী বিদেশেও করা উচিত। কারণ বিদেশীদের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য এই ধরণের আলোকচিত্র প্রদর্শনী হতে পারে অন্যতম একটি মাধ্যম।
সমাপণী অনুষ্ঠান সঞ্চালনা কলেন থিয়েটার মুরারিচাঁদের সভাপতি রিংকু মালাকার। আলোকচিত্র প্রদর্শনী ও অনুচ্ছেদ প্রতিযোগিতার সর্বাত্মক সহযোগিতায় ছিল মুরারিচাঁদ কলেজের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদ। 
বঙ্গবন্ধুর ওপর আয়োজিত অনুচ্ছেদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় দুইশ’র (২০০) মতো শিক্ষার্থী। সেখান থেকে বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই বিতরণ করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সদর সমিতি হবিগন্জ অব মিশিগানের সভা আজ

সদর সমিতি হবিগন্জ অব মিশিগানের সভা আজ