টেক্সাস: ৭০ বছর বয়সে এসে একাকীত্ব গ্রাস করেছিল তাঁকে ৷ তাই মনের মানুষ খুঁজতে সপ্তাহে ৪০০ ডলার  খরচ করে বিজ্ঞাপন দিলেন এক বৃদ্ধ ৷ টেক্সাসে বিশালাকার একটি হোর্ডিং লাগিয়ে বিয়ের জন্য পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। 
আল গিলবার্টি নামে ওই বৃদ্ধ বিজ্ঞাপন দিয়ে ভাল সাড়াও পেয়েছেন ৷ গত দু সপ্তাহে প্রায় চারশো ফোন এবং ৫০টি ইমেল পেয়েছেন তিনি ৷ তবে তাতে কাজের কাজ খুব একটা হয়নি ৷ কারণ ওই বৃদ্ধ নিজেই জানিয়েছেন, অধিকাংশ ফোনই এসেছে তাঁর কাছ থেকে আর্থিক সাহায্য চেয়ে ৷
তবে আল গিলবার্টি আশাবাদী, এই বিজ্ঞাপন থেকেই ঠিক নিজের মনের মানুষের খোঁজ পাবেন তিনি ৷ এমন কি, বিয়ের পর আমেরিকার অন্যত্র গিয়ে সংসার পাততেও তিনি তৈরি ৷ তবে যিনি গিলবার্টির ঘরণী হবেন, তাঁর জন্য তিনটি শর্ত থাকছে ৷ তা হল, সততা, বিশ্বাসযোগ্যতা এবং দায়বদ্ধতা ৷
গিলবার্টি জানান, যাঁরা ফোন করছেন, তাঁদের অধিকাংশেরই কৌতূহল আমার সম্পত্তি নিয়ে ৷ আমি যদি সঠিক মানুষের সন্ধান পাই, তাহলে আমি তাঁর চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করব যে তাঁর উপরে আমি কতটা ভরসা করতে পারি ৷ সঠিক মানুষের সঙ্গে দেখা করতে আমি ইউরোপেও যেতে রাজি ৷ শুধু আমার পাসপোর্টের ব্যবস্থা করে নিতে হবে ৷ খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের। 
 
                               
                               
                               
                                                                                                             
                                       
                                       
                                                                                                                      
                                       
                                       
                                       
                                       
                                       
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
                            
                       
     
 
 
  সুপ্রভাত মিশিগান ডেস্ক :
 সুপ্রভাত মিশিগান ডেস্ক :  
                                 
  
  
  
  
  
  
  
                            
                             
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                