সিলেট, ২ মে : শ্রমবান্ধব এবং পরিবেশবান্ধব নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের স্বীকৃতি হিসেবে 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩' জিতে নিয়েছে ইস্পাহানি গ্রুপের ৩টি চা-বাগান ও ১টি রপ্তানিমুখী টেক্সটাইল মিল।
অ্যাওয়ার্ডে চা ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে ইস্পাহানি গ্রুপের ‘মির্জাপুর চা বাগান’, ‘জেরিন চা বাগান’ ও ‘গাজীপুর চা বাগান’, এবং টেক্সটাইল ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে ‘পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস’। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়-এর যৌথ উদ্যোগে দেশীয় ১২টি খাতের ২৯টি কারখানা/প্রতিষ্ঠানকে এবছর অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর আগেও ইস্পাহানি গ্রুপের দুটি চা বাগান, ‘গাজীপুর চা বাগান’ ও ‘নেপচুন চা বাগান’, ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ এ দুটি পুরস্কার জিতেছিল।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan