মাধবপুর (হবিগঞ্জ) ৯ এপ্রিল : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এপেন্ডিসেকটমী অপারেশানের মধ্য দিয়ে জেনারেল সার্জারী কার্যক্রম শুরু হল। বৃহস্পতিবার দুপুরে  উপজেলার রাজনগর গ্রামের রমজান মিয়ার (২৫) এপেন্ডিসেকটমী অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
এপেন্ডিসেকটমি অপারেশনে সহায়তা করেন করেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ ফরহাদ আহমেদ চৌধুরী। এনেস্থেসিওলজিস্ট হিসেবে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডাঃ সুদীপ চৌধুরী।  অপারেশনে সহায়তা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হাসনাত ও সহকারী সার্জন ডাঃ রকিবুল ইসলাম। 
সার্বিক তত্বাবধানে  থাকা  উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন  জানান, হবিগঞ্জ জেলায় প্রথম বার   জেনারেল সার্জারি কার্যক্রম মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এ চালু হয়েছে। এখন থেকে নিয়মিত মাধবপুর  স্বাস্থ্য কমপ্লেক্সে হারনিয়া, হাইড্রোসিল, এপেন্ডিসেকটমীও পাইলসের অপারেশন হবে। এছাড়া  প্রায় একবছর ধরে এখানে সিজারিয়ান অপারেশন  হয়ে আসছে।
মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  শ্রীধাম দাশ গুপ্ত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিতে সাধারন অপারেশন  সুবিধা  চালু হওয়ায় গরীব ও সাধারণ মানুষ উপকৃত হবে। এটা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার অবদান। হবিগঞ্জ-৪ মাধবপুর  চুনারুঘাট  আসনের সংসদ সদস্য তার পেজবুক আইডিতে লিখেন এমপি হিসেবে আমি গর্বিত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ জেলার মধ্যে প্রথম জেনারেল সার্জারি চালু হয়েছে।
                               
                               
                               
                                                                                                             
                                       
                                       
                                                                                                                      
                                       
                                       
                                       
                                       
                                       
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
                            
                       
     
 
 
  মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি :
 মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি :  
                                 
  
  
  
  
  
  
  
                            
                             
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                