ওয়ারেন, ২৪ মে : পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে পিকআপ ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে হুভার রোডের কাছে ১২ মাইল ও ইম্পেরিয়াল ড্রাইভে এই দুর্ঘটনাটি ঘটেছে। 
 কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে প্রথম উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌছে  একটি মোটরসাইকেল এবং একটি শেভ্রোলেট পিকআপ ট্রাক পেয়েছিল যা সংঘর্ষে জড়িত ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের চালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা ওই ব্যক্তির নিকটাত্মীয়কে জানানোর চেষ্টা করছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোটরসাইকেলটি হুভার থেকে ১২ মাইল পশ্চিম দিকে যাওয়ার সময় পিকআপটিকে ধাক্কা মারে। 
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, দুর্ঘটনার আগে মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলছিল এবং যানজটের মধ্যে চালিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ ও চিকিৎসকরা না আসা পর্যন্ত পথচারীরা সহায়তা প্রদান করেন। কর্মকর্তারা জানিয়েছেন, পিকআপের চালক আহত হননি এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন। দুর্ঘটনার সময় পিকআপের চালক মদ্যপ বা মাদকাসক্ত ছিলেন বলে সন্দেহ করছে না পুলিশ। মোটরসাইকেলের চালকের ময়নাতদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা। সংঘর্ষের সময় তিনি হেলমেট পরা ছিলেন বলেও জানান তারা। সম্প্রতি ফার্মিংটন হিলস অ্যান্ড কমার্স টাউনশিপে মোটরসাইকেল আরোহীদের মৃত্যুর পর এ ঘটনা ঘটে।
                               
                               
                               
                                                                                                             
                                       
                                       
                                                                                                                      
                                       
                                       
                                       
                                       
                                       
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
                            
                       
     
 
 
  সুপ্রভাত মিশিগান ডেস্ক :
 সুপ্রভাত মিশিগান ডেস্ক :  
                                 
  
  
  
  
  
  
  
                            
                             
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                