নভাই, ২৩ জুলাই : মিশিগান রাজ্যের নভাই সিটিতে গতকাল রোববার (২১ জুলাই) বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এতে ঢল নামে পুণ্যার্থীর। রথযাত্রা নির্বিঘ্ন করতে নগরীর বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মতো।

রথযাত্রায় অংশ নিতে রাজ্যের বিভিন্ন সিটি থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ নভাই সিভিক সেন্টারে ছুটে আসেন। এক সময় লোকে লোকারণ্যে হয়ে উঠে উৎসব প্রাঙ্গন। সকাল ১১টায় নারিকেল ফাটিয়ে রথযাত্রার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপরপরই জগন্নাথ, বলদেব ও শুভদ্রাকে নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রথের দড়ি টানতে রাস্তার দুপাশে অবস্থান নেয় সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষ।

ঢাক-ঢোল বাজিয়ে নেচে-গেয়ে, আনন্দ উল্লাসে রথের রশি টানেন ভক্তরা। চলতি পথে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ হিসেবে ছুঁড়ে দেয়া বিভিন্ন ফল। রথ শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নভাই সিটির সিভিক সেন্টারে ফিরে আসে। এ সময় হেলিকপ্টার থেকে রথের ওপর পুষ্পবর্ষণের মাধ্যমে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।

দুপুর ১টায় রথযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মসূচী শুরু হয়। রথযাত্রা সার্বিক কর্মযজ্ঞ শেষ হয় বিকেল ৫টায়। এছাড়াও নানা ধরনের বিনোদনের ব্যবস্থা, বিনামূল্যে প্রীতিভোজ, সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় কেনাকাটা, শিল্প, সাহিত্য ও শিশুদের জন্য ছিল নানা আয়োজন। এছাড়াও ছিল ফ্রি পার্কিংয়ের সুবিধা।

নিজস্ব প্রতিনিধি :