আমেরিকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দৃষ্টিনন্দন প্রাসাদ বিক্রয়ের জন্য তালিকাভুক্ত, দাম ২৫ লাখ ডলার সেন্ট ক্লেয়ার শোরসে আই-৯৪ এ গুলি বিনিময় জিএম টলেডো কারখানায় গ্যাসচালিত ট্রাকের ট্রান্সমিশন উৎপাদন বাড়বে ডিটিই রেট বৃদ্ধির প্রস্তাবে আবাসিক বিদ্যুৎ বিল ১১% বাড়তে পারে হ্যামট্রাম্যাকের ২ সিটি কাউন্সিল সদস্যের বাসস্থান নিয়ে প্রশ্ন উঠেছে নাম ও স্বীকৃতি ডেট্রয়েটের মেয়র পদে প্রতিযোগিতাকে প্রভাবিত করতে পারে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি বন্ধুকে বাঁচাতে গিয়ে মেক্সিকোর সমুদ্রে প্রাণ হারালেন সাগিনার তরুণ শিল্পী ডিয়ারবর্ন হাইটসে নিখোঁজ কিশোরী উদ্ধার লোয়ার মিশিগানে চষে বেড়াচ্ছে কালো ভাল্লুক অবৈধ ম্যাসাজ পার্লারের মাধ্যমে মানব পাচার : লিভোনিয়ার স্বামী-স্ত্রী অভিযুক্ত ১০০ দিন পূর্তি উদযাপনে মিশিগান আসছেন ট্রাম্প সিলেটের মাটিতে বাংলাদেশের হার, দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ের টেস্ট জয় স্মার্ট রাস্তা দ্রুত এবং নিরাপদ ভ্রমণের পথ এবং চীনকে টেক্কা দেওয়ার চাবিকাঠি যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম ৩,৫০০ ডলার ছুঁয়েছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের নেতারা  গবেষণা কাটছাঁটের বিরুদ্ধে লড়াই করছেন মিশিগানের খুচরা বিক্রেতারা বাণিজ্যের ক্ষেত্রে অস্থিরতা অনুভব করছেন পোপ ফ্রান্সিসের মহাপ্রয়াণ চলতি সপ্তাহে মেট্রো ডেট্রয়েটজুড়ে তাপমাত্রা থাকবে উষ্ণ ডেট্রয়েটে ক্র্যাক কোকেন যুগের ভয়াবহ চিত্র

সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে-উপদেষ্টা বিধান রঞ্জন রায়

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:৫৪:৩২ অপরাহ্ন
সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে-উপদেষ্টা বিধান রঞ্জন রায়
সিলেট, ১৭ নভেম্বর : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে। ৫ আগস্ট দেশে যে পরিবর্তন হলো এটি এর আগে তো কেউ এভাবে ভাবতে পারেনি। পরিবর্তন এভাবেই আসে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করার কোন উদ্যোগ এর আগে নেয়া হয়নি। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিশাল একটি কর্মযজ্ঞ উল্লেখ করে তিনি বলেন,জনগণ,প্রশাসন ও সরকারী সকল দপ্তরের সমন্বয়ে এটিকে এগিয়ে নিতে হবে। 
তিনি বলেন, সরকার হাওর ও চা বাগান অঞ্চলের শিশুদের উন্নয়ন সহায়তা নিয়ে চিন্তাভাবনা করছে। ঝরে পড়া রোধ ও শিশুদের শিক্ষায় উৎসাহ দান করতে স্কুল ফিডিং(দুপুরের খাবার) কর্মসূচী হাতে নেয়া হবে। ইতোমধ্যে দেশের ১৫০টি উপজেলায় এটি শুরু হয়েছে। তিনি অবকাঠামোগত প্রকল্প গুলো দ্রুত শেষ করতে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগকে তাগিদ দেন। 
তিনি আরো বলেন, আমরা টাল মাটাল পরিস্থিতি পেরিয়ে এলেও রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে পড়েনি। সরকারের ভাল মন্দ আপনাদের উপর। মানুষ সরকারকে ট্যক্স দেয়, বিনিময়ে নিরাপত্তা চায়। শিক্ষায় প্রশাসন এবং এলজিইডি দপ্তরের সংশ্লিষ্টতা বেশী। প্রাথমিক শিক্ষার মজবুতি অর্জনে সকলকে তিনি মনোযোগী হওয়ার আহবান জানান। 

আজ রোববার সকালে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিভাগীয় কমিশনার কার্যালয়,সিলেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ,ডিআইজি,পুলিশ কমিশনার,জেলা প্রশাসকবৃন্দ,সিটি কর্পোরেশনের সিইও, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সিলেট বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।নভেম্বর ২০২৪) রোববার সকালে অনুষ্ঠিত হয়।এর আগে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে দুটি গবেষণাধর্মী প্রেজেন্টেশন নিয়ে আলোচনা হয়। এতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর জরিপ করা হয়।সিলেট নানাবিধ কারণে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বৈষম্যের শিকার হয়েছে। সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা উন্নয়নকে জোরদার করতে অংশীজনরা পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সদর সমিতি হবিগন্জ অব মিশিগানের সভা আজ

সদর সমিতি হবিগন্জ অব মিশিগানের সভা আজ