মাধবপুর, (হবিগঞ্জ) ৪ ডিসেম্বর : উপজেলায় আঞ্চলিক সড়কে খড়ের তুপ ফেলে ব্যরিকেড দিয়ে যানবান থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্যান্য মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার  আন্দিউড়া-বানেশ্বর সড়কে  বড়ইগাছতলা নামক স্থানে   এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,  ১০/১২জনের ডাকাতদল রাত সাড়ে ৮টার দিকে বড়ইগাছ তলায় নামক স্থানে খড়ের তুপ ফেলে গাড়ি থামানো শুরু করে। প্রায় ১ঘন্টা পর্যন্ত আসা যাওয়া করা অন্তত ১৫টি বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল তারা লুটে নেয়। যাত্রী ও চালকদের কাছে থেকে মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেওয়া হয়েছে। ডাকাতের হামলায় নারীসহ সাতজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারা হলেন, মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া ও ফজল হক। আহতদের মধ্যে তমা সুত্রধরের, আড়াই ভড়ি স্বর্ণালঙ্কার ও  দুটি মোটরসাইকেল লুটে নেয়  ডাকাতদল। মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম সালিমুল হক  ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কয়েকটি সিএনজি অটোরিকশা আটকিয়ে যাত্রীদের মালামাল লুট করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। তবে এঘটনায় এখন ও কেউ অভিযোগ নিয়ে আসেনি। পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতের গ্রেফতার করতে ঘটনার পর থেকেই কাজ করছে।
                               
                               
                               
                                                                                                             
                                       
                                       
                                                                                                                      
                                       
                                       
                                       
                                       
                                       
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
                            
                       
     
 
 
  মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি :
 মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি :  
                                 
  
  
  
  
  
  
  
                            
                             
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                