ক্লিভল্যান্ড, ২৯ এপ্রিল :  ক্লিভল্যান্ড শহরের একটি আবাসিক বাড়িতে বন্দুকবাজের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাত টেক্সাসের ক্লিভল্যান্ডে শহরে একটি বাড়িতে এ হামলা চালানো হয়। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফ গ্রেগ ক্যাপার্স বলেছেন, হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে হামলার ঘটনায় ফোন পান। পরে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানায়, ক্লিভলেন্ডের একটি বাড়িতে এআর-১৫ রাইফেল দিয়ে গুলি চালানো হয়েছে। এতে আট বছরের এক শিশু ও দুইজন মহিলা-সহ পাঁচজন নিহত হন। নিহত দুই মহিলাকে জীবিত দুই শিশুকে আগলে ধরে রাখেন। কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে। সন্দেহভাজন ব্যক্তি, যাকে এখনও  শনাক্ত করা যায়নি। 
                               
                               
                               
                                                                                                             
                                       
                                       
                                                                                                                      
                                       
                                       
                                       
                                       
                                       
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
                            
                       
     
 
 
  সুপ্রভাত মিশিগান ডেস্ক :
 সুপ্রভাত মিশিগান ডেস্ক :  
                                 
  
  
  
  
  
  
  
                            
                             
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                