ডিয়ারবর্ন, ২২ জানুয়ারী : আগামী ৮ই ফেব্রুয়ারী ইউনিভার্সিটি অব মিশিগানের ডিয়ারবর্ণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশী শিক্ষার্থীদের আয়োজনে "দ্যা বাংলাদেশি ফ্যাস্টিবল ১.০"। এই প্রথম ক্যাম্পাসে এধরণের আয়োজন।
আয়োজকদের পক্ষে রাজর্ষি চৌধুরী গৌরব জানান, মিশিগানে প্রত্যেকটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানেই কম-বেশি বাংলাদেশী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। কিন্তু কখনোই পুর্ববর্তী সময়ে এতগুলো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসাথে কোন অনুষ্ঠানের আয়োজন করেনি।
তিনি জানান,মূল আয়োজক হিসেবে ৬টি প্রতিষ্ঠানের নাম থাকলেও আমাদের সাথে অংশগ্রহন করবেন মিশিগানের অধিকাংশ প্রতিষ্ঠানের বাংলাদেশী শিক্ষার্থীরা। মিশিগানের ইতিহাসে প্রথম বাংলাদেশি তারুণ্যে ভরপুর এই অনুষ্ঠানে থাকবে নাচ, গান, কৌতুক অভিনয় ও প্রীতিভোজসহ নানা আয়োজন। যেসব শিক্ষার্থীরা এখনো রেজিষ্ট্রেশন করেননি, দ্রুত এই লিঙ্কে ক্লিক করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে: https://registration.khaledmahmud.net/
টিকেট মূল্য: ৩৩% ছাড়ে $10.70 (জানুয়ারী ৩০ তারিখ পর্যন্ত)।
৫ বছরের কম বয়সীদের শিশুদের জন্য ফ্রি এন্ট্রি।
তবে জানুয়ারীর ৩০ তারিখের পর অনলাইন মূল্য $16.00 (কোন ক্যাশ পেমেন্ট নেয়া হবে না)
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

আশিক রহমান :