ইফতার পরবর্তী সভায় সংগঠনের সহ সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক রহমান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। সবার সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন ক্লাবের ট্রেজারার সোলাইমান আল মাহমুদ। ইফতার ও দোয়া মাহফিলে ক্লাবের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক ও চিন্ময় আচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও কামরুজ্জামান হেলাল, যুগ্ম সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, ক্লাব সদস্য রফিকুল হাসান চৌধুরী তুহিন, সৈয়দ আসাদুজ্জামান সোহান, দেওয়ান কাওসার ও রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার নুর মিয়া।

আলোচনা সভায় ক্লাবের সহ সভাপতি সেলিম আহমেদ বলেন, ইফতার ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এটি মুসলমানদের সামাজিক ও ঐক্যের প্রতীত। তিনি আরো জানান,আগামী ১২ ও ১৩ এপ্রিল বাংলাদেশ দূতাবাস,ও য়াশিংটন ডিসি ওয়ারেন সিটির আল ইহসান মসজিদে ২ দিন কন্স্যুলেট সেবা প্রদান করবে।সেবা প্রদানে সকল সাংবাদিক সহকর্মীদের সহযোগিতার আহবান জানিয়েছেন এবং ইফতার আয়োজনে সবার অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক বলেন, আগামী ৩১ মের মধ্যে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী নতুন কমিটি ঘোষনা করার নিমিত্তে যত দ্রুত সম্ভব সকল আনুষঙ্গিক কাজ শেষ করার আহবান জানান।