আমেরিকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিএম টলেডো কারখানায় গ্যাসচালিত ট্রাকের ট্রান্সমিশন উৎপাদন বাড়বে ডিটিই রেট বৃদ্ধির প্রস্তাবে আবাসিক বিদ্যুৎ বিল ১১% বাড়তে পারে হ্যামট্রাম্যাকের ২ সিটি কাউন্সিল সদস্যের বাসস্থান নিয়ে প্রশ্ন উঠেছে নাম ও স্বীকৃতি ডেট্রয়েটের মেয়র পদে প্রতিযোগিতাকে প্রভাবিত করতে পারে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি বন্ধুকে বাঁচাতে গিয়ে মেক্সিকোর সমুদ্রে প্রাণ হারালেন সাগিনার তরুণ শিল্পী ডিয়ারবর্ন হাইটসে নিখোঁজ কিশোরী উদ্ধার লোয়ার মিশিগানে চষে বেড়াচ্ছে কালো ভাল্লুক অবৈধ ম্যাসাজ পার্লারের মাধ্যমে মানব পাচার : লিভোনিয়ার স্বামী-স্ত্রী অভিযুক্ত ১০০ দিন পূর্তি উদযাপনে মিশিগান আসছেন ট্রাম্প সিলেটের মাটিতে বাংলাদেশের হার, দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ের টেস্ট জয় স্মার্ট রাস্তা দ্রুত এবং নিরাপদ ভ্রমণের পথ এবং চীনকে টেক্কা দেওয়ার চাবিকাঠি যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম ৩,৫০০ ডলার ছুঁয়েছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের নেতারা  গবেষণা কাটছাঁটের বিরুদ্ধে লড়াই করছেন মিশিগানের খুচরা বিক্রেতারা বাণিজ্যের ক্ষেত্রে অস্থিরতা অনুভব করছেন পোপ ফ্রান্সিসের মহাপ্রয়াণ চলতি সপ্তাহে মেট্রো ডেট্রয়েটজুড়ে তাপমাত্রা থাকবে উষ্ণ ডেট্রয়েটে ক্র্যাক কোকেন যুগের ভয়াবহ চিত্র অন্টারিওর স্কুইরেল দ্বীপে আগুন : মেট্রো ডেট্রয়েটে ধোঁয়ার কুণ্ডলী বর্ণাঢ্য আয়োজন শিবমন্দিরে নববর্ষ উদযাপন

হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করার দাবিতে জেলা  প্রশাসকের নিকট স্মারকলিপি

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:৫৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:৫৭:৪২ পূর্বাহ্ন
হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করার দাবিতে জেলা  প্রশাসকের নিকট স্মারকলিপি
হবিগঞ্জ, ২৫ মার্চ : ভয়াবহ শিল্পদূষণ বন্ধ ও পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করে স্থায়ী সীমানা পিলার স্থাপনের দাবী জানানো হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ)  বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক এর কাছে এ দাবি জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর নেতৃবৃন্দ। 
বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান এর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে শিল্পদূষণ এর ভয়াবহতা ও পুরাতন খোয়াই নদী দখলের চিত্র তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসন আন্তরিক। শিল্পদূষণ বন্ধ ও পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডভোকেট রুহুল হাসান শরীফ, খোয়াই রিভার ওয়াটারকিপার  ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল , পরিবেশকর্মী এডভোকেট বিজন বিহারী দাস। বাপা সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল স্বাক্ষরিত স্মারকলিপি এসময় জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, প্রায় ৫ দশক ধরে হবিগঞ্জে শিল্পদূষণ সমস্যা শুরু হলেও গত এক যুগ ধরে এটি চরম আকার ধারণ করেছে। জেলার মাধবপুর ,শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলার বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে অনেকগুলো বৃহৎ ও মাঝারী আকারের কলকারখানা। এসব কারখানার দূষণ নদী, নালা, খাল -বিল হাওড়ে ছড়িয়ে  পড়ছে।
কলকারখানার বর্জ্য নিক্ষেপের কারণে হবিগঞ্জের গুরুত্বপূর্ণ সুতাং নদী, খড়কির খাল,  শৈলজুড়া খাল, বেজুড়া খাল, রাজ খাল, ফকিরা খালসহ বিভিন্ন ছড়া, হাওর হয়ে সোনাই, বলভদ্র, কানাই ও খাস্টি নদী স্পর্শ করে শেষ পর্যন্ত লাখাই উপজেলার কাছে মেঘনা নদী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা পরিবেশ ও মানবিক বিপর্যয় ঘঠিয়ে আসছে। এসব এলাকায় দূষণের তীব্র দুর্গন্ধ , কালো ও দূষিত পানি প্রবাহিত হচ্ছে।
কৃষি কাজে শেষ ব্যবস্থার নামে ২০১৫ সালের শুরুতে শৈলজুড়া নামক খালটি পুনঃখনন করে কয়েকটি কোম্পানির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। ফলে কোম্পানিগুলোর অপরিশোধিত বর্জ্য সহজেই খালের মাধ্যমে ছাড়া হচ্ছে সুতাং নদীতে।  কলকারখানা গুলো থেকে খালটিতে যেন শিল্পবর্জ্য নিক্ষেপ করতে না পারে সেজন্য খালের সাথে কলকারখানার বর্জ্য নিষ্কাশন পথ বন্ধ করা জরুরি। 
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,  অতি সম্প্রতি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দলের গবেষণায় শিল্পদূষণের কারনে সুতাং নদীর পানি ও মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া নদীর পানির ভৌত- রাসায়নিক বৈশিষ্ট্যগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদনদী, জলাশয় ও  প্রাণীকুলের জন্য এটি একটি ভয়ঙ্কর বিষয়। হবিগঞ্জকে বাঁচাতে শিল্পদূষণ বন্ধে যথাশীঘ্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সম্প্রীতির বন্ধনে দেশ গড়ার প্রত্যয়ে ঐতিহাসিক সেমিনার

সম্প্রীতির বন্ধনে দেশ গড়ার প্রত্যয়ে ঐতিহাসিক সেমিনার