মন্দির টেম্পল অব জয় ॥
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শিব মন্দিরের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বর্ষবরণ উপলক্ষে আগামী রোববার (২০ এপ্রিল) বর্ণাঢ্য সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় গনেশ পুজার মাধ্যমে শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান। বিকেল ৫টায় বের হবে মঙ্গল শোভাযাত্রা। অন্যান্য আয়োজনে থাকছে বৈশাখী মেলা, ম্যাগাজিন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করবেন মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। এ দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের পরনে থাকবে লাল-সাদার পাশাপাশি বাহারি রঙের নকশাদার পোশাক। পরিবেশনাকে সুন্দরভাবে উপস্থাপনের লক্ষ্যে উইকেন্ডেতে হয়েছে মহড়া।

ডেট্রয়েট দুর্গা টেম্পল ॥
বর্ষবরণ উৎসবকে প্রাণের উচ্ছাসে মাতাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ডেট্রয়েট দুর্গা টেম্পল। নতুন বছরকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আগামী শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। দিনব্যাপী বর্ণাঢ্য সব আয়োজনে রয়েছে শ্রীশ্রী গনেশ পূজা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ছাড়াও একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পী মৌসুমী দেবরায়। রাত সাড়ে ৮টায় হারান কান্তি সেনের রচনা ও পরিচালনায় মঞ্চস্থ হবে কমেডি নাটক হাড় কিপ্টে। নাটকে মিশিগান বাংলা থিয়েটারের কলা কুশলীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন।
 
 
 
  নিজস্ব প্রতিনিধি :
 নিজস্ব প্রতিনিধি :  
                                 
  
  
  
  
  
  
  
                            
                             
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                