ওয়ারেন, ২৭ এপ্রিল : সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও এশিয়ান টিভি সিলেট ব্যুরো প্রধান শাহজাহান সেলিম বুলবুলের মিশিগান আগমন উপলক্ষে বাংলা প্রেসক্লাব মিশিগান এক মতবিনিময় সভার আয়োজন করে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) শহরের বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফের হলরুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি শামীম আহছানের সভাপতিত্বে ও সেক্রেটারী আশিকুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি সৈয়দ শাহেদুল হক, সহ-সভাপতি সেলিম আহমদ, সাবেক সেক্রেটারী মোস্তফা কামাল, সহ-সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ, সাংবাদিক ফয়সল আহমদ মুন্না প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan