আমেরিকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে গুলিতে নারী নিহত, একজন পুরুষ আহত চিন্ময়ের বিরুদ্ধে বাড়লো মামলা, গ্রেফতার দেখাতে নির্দেশ দেশে ফিরলেন খালেদা জিয়া ইউএম বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করলেন নেসেল ডেট্রয়েটে সাশ্রয়ী আবাসনের নতুন আশা : কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট মিশিগানে স্কুল শুটার প্রতিরোধে  নতুন প্রোগ্রাম, মেট্রো ডেট্রয়েটে শুরু ওয়েস্ট ডেট্রয়েটে আগুনে পুড়ে নারীর মৃত্যু, তদন্ত চলছে ওয়েস্টল্যান্ডে হঠাৎ বিস্ফোরণ, বাড়ি বিধ্বস্ত হলেও হতাহতের খবর নেই শিশু কন্যাকে অপরাধে বাধ্য করিয়ে পিতা গেলেন জেলে ডেট্রয়েটে গুলিতে মিশিগান রাজ্য পুলিশের এক সৈনিক আহত, ১ জন নিহত আইনজীবী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে ইউনিভার্সিটি অব মিশিগানের বিরুদ্ধে ৮ কর্মীর মামলা বৃষ্টিতে ভিজলেও থামেনি উৎসব, ঐক্যের  বার্তা দিলেন মেক্সিকান-আমেরিকানরা ডেট্রয়েটে স্ত্রীকে তরবারি দিয়ে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ ইস্টপয়েন্টে ফুট লকারের বাইরে গুলি, প্রাণ হারাল দুই যুবক বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে ওপেন হাউস প্রয়াত বিশ্বের প্রবীণতম যোগসাধক শিবানন্দ শিশুপর্ন মামলায় বর্ডার প্রোটেকশন অফিসার গ্রেপ্তার ট্রাম্পের আস্থা পেলেন জেরোম গরগন, ইউএস অ্যাটর্নি নিযুক্ত হাইওয়েতে দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে নিহত ডেট্রয়েটের ব্যক্তি

সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০১:২৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০১:২৭:১৩ অপরাহ্ন
সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগ
ভুক্তভোগী সাংবাদিক মনিকা চৌধুরী

বরিশাল, ৩ মে (ঢাকা পোস্ট) : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সংবাদ সম্মেলন থেকে মনিকা চৌধুরী নামে এক নারী সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে। তিনি দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া প্রতিবেদক। ‘হুজুরেরা নারী সাংবাদিক পছন্দ করবেন না’ বলে তাকে বের করে দেওয়া হয়। শনিবার (৩ মে) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
মনিকা চৌধুরী বলেন, সকালে বরিশাল প্রেসক্লাবে চরমোনাই হুজুরের সংবাদ সম্মেলনের খবর পেয়ে সেখানে যাই। তখন সংবাদ সম্মেলন শুরু হয়নি। যথারীতি অন্যান্য সাংবাদিকদের সাথে আমার ক্যামেরা-বুম প্রস্তুত করে ফুটেজ নিচ্ছিলাম। তখন হুজুরের অনুসারী কয়েকজন এসে বললেন, ‘আপনি একজন নারী। আপনি এখানে থাকতে পারবেন না। আমাদের এখানে নারী সাংবাদিক গ্রহণযোগ্য নয়। আপনি বেরিয়ে যান।’
তিনি বলেন, আমি জানতে চাই নারী সাংবাদিক কেন গ্রহণযোগ্য নয়? উত্তরে তারা বলেন, ‘এখানে অনেক হুজুর আছেন। তারা ব্যাপারটি পছন্দ করবেন না।’ অন্যান্য সহকর্মীরা তাদের এই কথার প্রতিবাদ করলে তারা বলেন, ‘নারী সাংবাদিক এখানে কিছুতেই থাকতে পারবেন না। তাকে এখান থেকে চলে যেতে হবে।’ ঘটনার পর আমি লজ্জা পেয়েছি, কান্না করেছি।  আমি তো একজন সংবাদকর্মী— নারী হই, পুরুষ হই, ট্রান্সজেন্ডার হই— আমি তো সেখানে সংবাদকর্মী পরিচয়ে দায়িত্ব পালন করতে গিয়েছি।
মনিকা চৌধুরী বলেন, আমার শহরে আমিসহ দু-একজন নারী সাংবাদিক আছেন। আমাকে সেখান থেকে বের করে দেওয়া শুধুমাত্র পেশাগত অসম্মান নয়, নারী হিসেবে অসম্মান নয়, আমি মনে করি এটি সাংবাদিক সমাজের প্রতি অসম্মান। মুফতি ফয়জুল করিম সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আদালতে দায়ের হওয়ার মামলার বিষয়ে। কিন্তু যে আচরণের শিকার হলাম তাতে শঙ্কা তৈরি হয়েছে, তিনি যদি আমাদের সিটি কর্পোরেশনের মেয়র হয়ে যান তাহলে সাধারণ নারীরা কতটা সম্মান পাবে! 
এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আমি আগেই বলেছি বিষয়টি আমি জানি না, ঘটনাটি আমার দৃষ্টিগোচর হয়নি। দ্বিতীয় কথা, আমি একজন মুসলমান, আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্রীয় আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, ব্যক্তিগতভাবে আমি ইসলাম পালন করতে বাধ্য।
প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণার দাবিতে দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমরা যার সঙ্গে ইচ্ছা দেখা করব, কে কী বলল যায়-আসে না

আমরা যার সঙ্গে ইচ্ছা দেখা করব, কে কী বলল যায়-আসে না