ডেট্রয়েট, ৪ মে : স্ত্রীকে তলোয়ার দিয়ে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করায় ডেট্রয়েটের এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্টের ১১তম প্রিসিঙ্কটের কমান্ডার মাইকেল চেম্বারস জানান, রোববার ভোর সাড়ে চারটার দিকে নেভাডার ১১তম প্রিসিঙ্কটে ষাটোর্ধ্ব এক কৃষ্ণাঙ্গ পুরুষ এসে বলেন, তিনি তার স্ত্রীকে তলোয়ার দিয়ে হত্যা করেছেন। সেভেন মাইল রোডের কাছে কনলি স্ট্রিটে ওই ব্যক্তির বাড়িতে যান আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ওই ব্যক্তির স্ত্রীর মৃতদেহ ও একটি তরবারি উদ্ধার করা হয়েছে। চেম্বারস জানান,  ওই ব্যক্তির স্ত্রীও একজন কৃষ্ণাঙ্গ নারী, বয়সও প্রায় সমান।  নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে আটক করে বর্তমানে হেফাজতে রাখা হয়েছে। তদন্ত চলছে।
Source & Photo: http://detroitnews.com
 
                               
                               
                               
                                                                                                             
                                       
                                       
                                                                                                                      
                                       
                                       
                                       
                                       
                                       
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
                            
                       
     
 
 
  সুপ্রভাত মিশিগান ডেস্ক :
 সুপ্রভাত মিশিগান ডেস্ক :  
                                 
  
  
  
  
  
  
  
                            
                             
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                