
অনুষ্ঠানটি শুরু হয় মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমবেত প্রার্থনার মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে পাঠ করা হয় শ্রীমদ্ভগবদগীতার পবিত্র শ্লোক, যেখানে জীবনের ধর্ম, কর্তব্য ও মোক্ষের বার্তা প্রতিফলিত হয়। গীতা পাঠের পরপরই শুরু হয় নাম সংকীর্তন, যেখানে ভক্তরা একসাথে উচ্চারণ করেন ভগবান শ্রীকৃষ্ণের নাম — "হরে রাম হরে কৃষ্ণ" ধ্বনিতে মুখরিত হয় মন্দির প্রাঙ্গন। পুরো অনুষ্ঠান জুড়ে বিরাজ করছিল এক আত্মিক প্রশান্তি ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। পরিশেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এই মহৎ আয়োজনে অংশগ্রহণকারী সকল ভক্তবৃন্দের প্রতি আয়োজক পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।