আমেরিকা , শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেলেঙ্কারির ছায়ায় নতুন সেন্টেনিয়াল পার্কের সূচনা হ্যামট্রাম্যাক পুলিশ প্রধানের বিতর্কিত বিদায় সিলেটবাসীর বঞ্চনার অবসান চাই মিশিগানে নতুন কনস্যুলেট স্থাপনের অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ ভালোবাসার ঘরে প্রতিশোধের আগুন! দুই বিড়ালের মৃত্যু “সম্মান চাই, শত্রুতা নয়” ভারত নিয়ে নতুন সুরে ডা. শফিকুর রহমান ডেট্রয়েটের স্পিরিট প্লাজায় ২.১ মিলিয়ন ডলারে নতুন খেলার মাঠ ও স্থায়ী মঞ্চ হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে টহল গাড়িতে ধাক্কা, ডেট্রয়েটে আহত এমএসপি সদস্য আজ শ্যামাপূজা ও দীপাবলি ‘নো কিংস’-এর ডাকে উত্তাল মার্কিন মুলুক শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল ইসলাম হ্যামট্রাম্যাক প্রার্থীদের সঙ্গে বাংলা প্রেসক্লাব মিশিগানের প্রাণবন্ত মিট অ্যান্ড গ্রিট আগুনে স্তব্ধ শাহজালাল বিমানবন্দর, রাতেই আবার সচল আকাশপথ মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ৮৫ মিলিয়ন ডলারের বাজেট কাটছাঁট মিশিগানের অটোয়া কাউন্টিতে আবারও বার্ড ফ্লু শনাক্ত ভার্জিনিয়ায় মুসলিম নারীকে লাঞ্ছনার অভিযোগে নর্থভিলের এক ব্যক্তি গ্রেপ্তার নির্বাচনী জালিয়াতি : বিচারের মুখে হ্যামট্রাম্যাক কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান  ইঙ্গাম কাউন্টিতে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩ শুক্রবার সংসদে জুলাই সনদ সই, ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা মিশিগান আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

বর্ণিল আয়োজন ও প্রবাসীদের মিলনমেলা—টেম্পায় ৫ম ওয়ার্ল্ড ফেস্ট

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ১২:২৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ১২:২৪:৩২ পূর্বাহ্ন
বর্ণিল আয়োজন ও প্রবাসীদের মিলনমেলা—টেম্পায় ৫ম ওয়ার্ল্ড ফেস্ট
ফ্লোরিডা, ৫ জুন : ফ্লোরিডার টেম্পা শহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ফেস্টিভাল। উৎসবটি অনুষ্ঠিত হয় ২৪ ও ২৫ মে, যেখানে ছিল সাংস্কৃতিক বৈচিত্র্যের বর্ণিল প্রদর্শনী, শিশু-কিশোরদের প্রতিভা প্রকাশের সুযোগ, এবং আন্তর্জাতিক ঐক্যের বার্তা।
উদ্বোধনী দিন সকালে ১৩টি দেশের পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০টায় টেম্পা হাইটস ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্টেট রিপ্রেজেন্টেটিভ ডেভিস মোরালাস।
ইমিগ্রেশন, বিজনেস ল, এম্প্লয়মেন্ট এর নানা দিক নিয়ে আলোচনা করেন এটর্নী হারডেন ত্রিপাথি, রিয়েল ইস্টেটের নানা দিক নিয়ে আলোচনা করেন মো : রবিউল আওয়াল ৷  দিনব্যাপী অনুষ্টানে  রাইজিং এচিভমেন্ট এওয়ার্ড, লাইফ টাইম এওয়ার্ড এবং নিউইয়র্ক স্টেট এসেম্বলি সার্টিফিকেট প্রদান করা হয় ৷ ইউএনও এর সাউথ এশিয়া ডেস্কের সগির খান শুভেচ্ছা বক্তব্য রাখেন  ও স্পেশাল কমিউনিটি এওয়ার্ড প্রদান করেন। 
৫ম ওয়ার্ল্ড ফেস্টের মুল আয়োজক কি নোট স্পীকার বিশিষ্ট রোটারিয়ান এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ের সংগঠক এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউ এস এ ইনকের প্রেসিডেন্ট তারেক মাহমুদ বলেন, আজকের এই সফল ৫ম ওয়ার্ল্ড ফেস্ট আয়োজনের পেছনে রয়েছে অগণিত মানুষের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতা। ফ্লোরিডার বিভিন্ন শহর থেকে অনেক স্পন্সর এগিয়ে এসেছেন, যারা এই উৎসবের আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এবারের আয়োজনে বেশ কিছু নতুন সেগমেন্ট যুক্ত করা হয়েছে, যা দর্শকদের জন্য অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময় করে তুলেছে। তিনি বলেন, আমরা আগামী ফেস্টিভালগুলোকে আরও বেশি সুন্দর, সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংগঠিত করে তুলতে চাই। ফ্লোরিডাতেই আরও ভালো ভেন্যু ও লোকেশন নির্বাচন করে আন্তর্জাতিক মানের একটি অনুষ্ঠান উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। 
এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক-এর সেক্রেটারী সোহেল চৌধুরী বলেন, আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে আরও বেশি প্রবাসীদের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করা। আগামীতেও সকলের সহযোগিতা কামনা করছি," — এমনই মন্তব্য করেছেন ।
তিনি আরও বলেন, "আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা আন্তরিকভাবে আয়োজনটি সফল করার জন্য কাজ করেছি এবং এই আয়োজনকে ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সুন্দরভাবে উপস্থাপন করবো।"
আরো বক্তব্য রাখেন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন, কনভেনর মশিউর রহমান, চেয়ারম্যান এডভাইজারী কাউন্সিল শামিম মৃধা, চীফ মেন্টর আনোয়ার হোসেন সেন্টু, মাস্টার অফ সিরেমনি নাজিবুল্লাহ লিটন,এডিশনাল চীফ এডভাইজার মিন্টু কুমার রয়, প্রেসিডেন্ট অর্গানাইজিং কমিটি বাহার হোসেন, কো কনভেনর নাসরিন আক্তার ঝুমুর, জয়েন্ট কনভেনর ডা: মোহামদ মুক্তার আহমদ, ভাইস চেয়ারম্যান সাংবাদিক - কমিউনিটি একটিভিস্ট জুয়েল সাদত। 
কবিতা আবৃত্তি করেন কবি মাহফুজুল আলম। লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড দেয়া হয় অভিনেতা আহমেদ শরীফ, সংগীত শিল্পী এস আই টুটুল, অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চুকে। 
এক্সেলেন্ট এওয়ার্ড গ্রহণ করেন হৃদি হক, সাজু খাদেম, কামরুজ্জামান রনি, সাইমন সাদিক। গোল্ডেন মাদার  এওয়ার্ড গ্রহণ করেন হাসিনা আক্তার, পিউরিটি ইন মিডিয়া গ্রহণ করেন  নাওশিন মনজুরে এ খোদা। ইয়াং স্টার গ্রহণ করপন তাসফিয়া তাবাসসুম কোয়েল, সালমান চৌ অনিন্দ্য, ইয়াং লিডার এওয়ার্ড গ্রহণ করেন সানাইয়া রহমান।  বিশেষ সম্মাননা গ্রহন করেন মডেল মোজেজা আশরাফ মোনালিসা, শারমিন সিরাজ, পথিক হাসান। 
সন্ধ্যায় আর টিভি কালচারাল শো অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাকিল মামুম, নাজমুল হক, মেহজাবিন মেহা, এস আই টু,পথিক হাসান, রেশমি মির্জা, কৃষ্ণা তিথি, মেহেরুন নেসা। 
মডেল মোনালিসার সাথে কথোপকথনে অংশগ্রহণ  করেন সেন্টু, কাজী শাহজাহান, আলি, মাহফুজ ও লিটন। 
৫ম ওয়ার্ল্ড ফেস্টের মুল পর্বের উপস্থাপনা করেন শারমিন সিরাজ ৷ ২৫ মে সন্ধ্যায় ছিল ক্রুজ ডিনার। এতে ৬৫ জন যোগ দেন ৷ ৪ ঘন্টার ক্রুজ ডিনারে ছিল সাইট সিং, মিউজিক এবং ডিনার। 
এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট উই এস এ ইনকের বাংলাদেশ টীম খুবই সাংগঠনিক ভাবে বাংলাদেশ থেকে সব গুলো ওয়ার্ল্ড ফেয়ার ফেষ্ট অর্গানাইজ করে থাকে। মিটিং প্লান, ম্যাগাজিন, কনটেস্ট অর্গানাইজ, বাজেট, এড সবকিছুই বাংলাদেশের টীম সফল ভাবে কর্ডিনেট করে থাকে। 
৫ ম ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট এর ২ দিনের  অনুস্টানের শেষ পর্বের সমাপনি বক্তব্য  তারেক মাহমুূদ বলেন, সবার অংশগ্রহণ এবং সহযোগিতায় ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট সফল হল ৷  বাংলাদেশ টিম, নিউইয়র্কের টীম ও ফ্লোরিডার টীমের সমন্বয়ে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট সফল হওয়ায় সকলকে ধন্যবাদ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বর্ণাঢ্য অভিষেক ২৬ অক্টোবর

জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বর্ণাঢ্য অভিষেক ২৬ অক্টোবর