আমেরিকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনস্রোতে মুখর হ্যামট্রাম্যাক, জমে উঠেছে বাংলাদেশি উৎসব মিশিগানে বছরের প্রথম ওয়েস্ট নাইল ভাইরাসের ঘটনা শনাক্ত হামের প্রাদুর্ভাব : মিশিগানে দ্রুত শনাক্তের নতুন প্রযুক্তি মিশিগানজুড়ে দাবানলের ধোঁয়া : স্বাস্থ্যঝুঁকি দীর্ঘস্থায়ী হতে পারে মিশিগানে শখের ঘোড়ার জোয়ার : মেয়েদের অনন্য দাপট কুকুর নির্যাতনের অভিযোগে রোমিও বাসিন্দার বিরুদ্ধে মামলা ই. কোলাইয়ের কারণে ওয়াশটেনউ কাউন্টির সৈকতে সাঁতার নিষিদ্ধ ডেট্রয়েট সল্ট কোম্পানিতে দুই অগ্নিকাণ্ড, কার্যক্রম বন্ধ ঘোষণা রমজানের আগেই নির্বাচন, ডিসেম্বরে তফসিল : ইসি ক্লিনটন টাউনশিপে বাবার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে হত্যা ও অবহেলার অভিযোগ টরন্টো দুর্ঘটনার জেরে ডেল্টার বিরুদ্ধে ৭৫ মিলিয়ন ডলারের মামলা হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে আলহারবির দাপট, কাউন্সিল রেসে বাংলাদেশিদের চমক হ্যামট্রাম্যাকের  যুবককে গুলি করে হত্যা, অভিযুক্ত দুই চাচাতো ভাই হ্যামট্রাম্যাকে প্রাইমারী নির্বাচন আজ : বাংলাদেশী প্রার্থীদের দাপট মিশিগানে কিশোরীদের সামনে নিজেকে উন্মুক্ত করল এক ব্যক্তি মিশিগানে আবারও হুমকির মুখে কির্টল্যান্ডের ওয়ার্বলার বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু হৃদরোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা,  ইউএম পেল ৫.৫ মিলিয়ন ডলার অনুদান বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার প্রীতম-প্রতীকের গানে মিশিগানে বাঙালির হৃদয়জয়
লন্ডনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় শেখ হাসিনা

একাত্তরের ইয়াহিয়ার পথেই চলছে আজকের অবৈধ সরকার

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৩:২৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৩:২৫:৪৯ পূর্বাহ্ন
একাত্তরের ইয়াহিয়ার পথেই চলছে আজকের অবৈধ সরকার
লন্ডন, ২৬ জুন : বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী অংশ নেন। আলোচনা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিল্লি থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। 
যুক্তরাজ্য আওয়ামীলীগের  সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, হাসান মাহমুদ চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, স.আ. ম রেজাউল করিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী, সাবেক এমপি হাবিব মিল্লাদ, সাবেক এমপি রঞ্জিত সরকার, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, আজাদুর রহমান আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
সভার শুরুতেই  পবিত্র ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াত করেন মাওলানা সৈয়দ মাহমুদ আলী এছাড়া গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। এর পর উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবশেন করেন।
সমাবেশে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, শাহ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, প্রবাসকল্যাণ সম্পাদক আনছারুল হক যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ,গনসংযোগ সম্পাদক রবীন পাল, মানবাধিকার সম্পাদক সারব আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আস ম মিসবাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক মিয়া, মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী,খসরুজ্জামান খসরু  প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, কাওছার চৌধুরী,ভিপি খসরুজ্জামান, লুতফুর রহমান সায়েদ,মহিলা আওয়ামী লীগের সভাপতি লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, নিউপোট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সুরাবুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্মসাধারণ সম্পাদক জামাল আহমদ খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়েদ আহমদ ছাদ, শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ, তাতিলীগের সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগের লীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজিব ভূইয়া ও সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান খান জাকির সহ প্রমুখ নেতৃবৃন্দ। 
এছাড়াও যুক্তরাজ্য আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, স্বেচ্চাসেবকলীগ, শ্রমিকলীগ, তাতীলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী গুণীজন ও ব্যক্তিত্ব।
যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত দলের ৭৬তম প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সামসুল হক ও বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগের জন্ম হয়েছিল। জন্মলগ্ন থেকেই দলটি  ঘাত-প্রতিঘাত সহ্য করে  বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। আওয়ামীলীগের নেতৃত্বেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছে। আওয়ামীলীগই দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন প্রতিনিয়তো নিপিড়িত ও নির্যাতিত হচ্ছে। শেখ হাসিনা বলেন, ড. ইউনুস দেশ অস্থিতিশিল করতে আওয়ামীলীগ নেতা কর্মী দিয়ে জেল খানা ভরে অপরাধিদের মুক্ত করে দিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিশ্বাসীদের নানা ভাবে অপমান করা হচ্ছে। আওয়ামীলীগ ছাত্রলীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “আজকে বাংলাদেশে সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ—কেউই নিরাপদ নয়, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এমনকি দেশের মিডিয়ার স্বাধীনতাও নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় ইউনূস সেন্টার থেকে।” তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, জঙ্গি-জামাতের সহযোগিতায় অবৈধভাবে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত ইউনুসের জুলুম ও নিপীড়নের শিকার আজ বাংলার ১৮ কোটি মানুষ। স্বাধীনতা বিরোধী এ দখলদার ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে মরিয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে, ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দলটি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই সব বাধা কাটিয়ে উঠেছে। অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন, তারা টিকে থাকতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
শেখ হাসিনা বলেন, একটি অসাংবিধানিক সরকার অন্যায়ভাবে আমাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে—যেমনটি ১৯৭১ সালে ইয়াহিয়া খান করেছিল। আমাদের লক্ষাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, এই দমন-পীড়ন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এটি মূলত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র।
শেখ হাসিনা দলীয় নেতা-কর্মী ও দেশপ্রেমিক জনগণকে উদ্দেশ করে বলেন, এই দুঃসময়ে আমি দলের নেতাকর্মী ও শান্তিপ্রিয় জনতাকে বলব—সাহস হারাবেন না। অতীতের মতো এবারও বাংলাদেশকে রাহুমুক্ত করবে বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের পথপ্রদর্শক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস, ধৈর্য এবং বিচক্ষণতার শিক্ষা নিয়েই আমরা প্রতিকূলতা জয় করে এগিয়ে যাব।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত নেতা কর্মী এই সমাবেশে যোগ দেন। দুই হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন হলে তিল ধারনের ঠাই ছিলনা। অনেকেই হলের ভেতরে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষা করেন। দলের সভাপতি শেখ হাসিনা দীর্ঘ ১৮মিনিটের বক্তব্যে নেতা কর্মীদের হতাশ না হয়ে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়ে উনার  বক্তব্য শেষ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রামের মাটিতে শিকড়, স্বপ্ন ছুঁতে পাড়ি  আমেরিকায়, কুলাউড়ার নীলিমার গল্প

গ্রামের মাটিতে শিকড়, স্বপ্ন ছুঁতে পাড়ি  আমেরিকায়, কুলাউড়ার নীলিমার গল্প