হ্যামট্রাম্যাক, ১৪ জুলাই : পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে হ্যামট্রাম্যাক শহরের নব প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ মন্দিরে আগামী ১৬ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব। দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে কীর্তন, ভজন, গীতা পাঠ, শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রসাদ বিতরণসহ নানা আয়োজন।
অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খল করতে আগামী রোববার (২০ জুলাই) বিকাল ৬টায় মন্দিরে এক সাধারণ প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে মন্দির সংশ্লিষ্ট সকল ভক্ত, সদস্য ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিকল্পনায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এবারের জন্মাষ্টমী উপলক্ষে রাধাকৃষ্ণ মন্দির থেকে বিশেষ "কাপল ড্রেস" মাত্র ৪৫ ডলারে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। যারা সিঙ্গেল ড্রেস নিতে চান, তাদের জন্যও আলাদা সুবিধা রয়েছে। এই পোশাক সংগ্রহ করে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঐতিহ্য ও ভাবগম্ভীরতা বজায় রাখতে পারবেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন প্রবাসের প্রিয় মুখ, সংগীতশিল্পী অনামিকা রায়। তিনি গানের শিক্ষিকা হিসেবে রাধাকৃষ্ণ মন্দিরে সঙ্গীত চর্চা করাবেন এবং জন্মাষ্টমীর গানের পরিবেশনা প্রস্তুত করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিল্পী ও শিশু-কিশোরদের প্রতি প্রতি শনিবার ও রবিবার বিকেল বেলা মন্দিরে উপস্থিত হয়ে অনুশীলনে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই পবিত্র জন্মাষ্টমী অনুষ্ঠানটি যেন ধর্মীয় ভাবগম্ভীরতা ও উৎসবের আনন্দে পরিপূর্ণ হয়, সেজন্য সবার সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রবাসে থেকেও আমরা যেন আমাদের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য।” অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan