ওয়াশিংটন ডিসি, ২৫ জুলাই: ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আজ শুক্রবার ‘July Beyond Borders’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের সংগ্রামে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। ছাত্রসমাজ ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণে এই গণআন্দোলনের মাধ্যমে পতন ঘটে তৎকালীন হাসিনা সরকারের। সরকার পতনের আগে সংঘটিত সহিংস অভিযানে কমপক্ষে ১,৪০০ শিক্ষার্থী ও নাগরিক নিহত হন, যা ইতিহাসে একটি রক্তাক্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয় ফ্যাসিবাদী শাসন থেকে।
বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে আন্দোলনের গৌরবময় স্মৃতিকে ধারণ করে আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী আয়োজিত হয়। সেই সঙ্গে গণহত্যা-ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত সেইসব বাংলাদেশিরাও অংশ নেন, যাঁরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন। তাঁরা প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র দেখে আন্দোলনের স্মৃতি রোমন্থন করেন।
উক্ত আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্যবৃন্দ, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan