আমেরিকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট পুল পার্টিতে তর্ক-বিতর্কের জেরে ছুরিকাঘাতে ২ জন নিহত, আহত ২ জেমসের সুরে মিশিগান মাতাল, দর্শকের রেকর্ড ভাঙল হ্যামট্রাম্যাক জনস্রোতে মুখর হ্যামট্রাম্যাক, জমে উঠেছে বাংলাদেশি উৎসব মিশিগানে বছরের প্রথম ওয়েস্ট নাইল ভাইরাসের ঘটনা শনাক্ত হামের প্রাদুর্ভাব : মিশিগানে দ্রুত শনাক্তের নতুন প্রযুক্তি মিশিগানজুড়ে দাবানলের ধোঁয়া : স্বাস্থ্যঝুঁকি দীর্ঘস্থায়ী হতে পারে মিশিগানে শখের ঘোড়ার জোয়ার : মেয়েদের অনন্য দাপট কুকুর নির্যাতনের অভিযোগে রোমিও বাসিন্দার বিরুদ্ধে মামলা ই. কোলাইয়ের কারণে ওয়াশটেনউ কাউন্টির সৈকতে সাঁতার নিষিদ্ধ ডেট্রয়েট সল্ট কোম্পানিতে দুই অগ্নিকাণ্ড, কার্যক্রম বন্ধ ঘোষণা রমজানের আগেই নির্বাচন, ডিসেম্বরে তফসিল : ইসি ক্লিনটন টাউনশিপে বাবার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে হত্যা ও অবহেলার অভিযোগ টরন্টো দুর্ঘটনার জেরে ডেল্টার বিরুদ্ধে ৭৫ মিলিয়ন ডলারের মামলা হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে আলহারবির দাপট, কাউন্সিল রেসে বাংলাদেশিদের চমক হ্যামট্রাম্যাকের  যুবককে গুলি করে হত্যা, অভিযুক্ত দুই চাচাতো ভাই হ্যামট্রাম্যাকে প্রাইমারী নির্বাচন আজ : বাংলাদেশী প্রার্থীদের দাপট মিশিগানে কিশোরীদের সামনে নিজেকে উন্মুক্ত করল এক ব্যক্তি মিশিগানে আবারও হুমকির মুখে কির্টল্যান্ডের ওয়ার্বলার বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু হৃদরোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা,  ইউএম পেল ৫.৫ মিলিয়ন ডলার অনুদান

জেমসের সুরে মিশিগান মাতাল, দর্শকের রেকর্ড ভাঙল হ্যামট্রাম্যাক

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:১৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:১৫:৫৯ পূর্বাহ্ন
জেমসের সুরে মিশিগান মাতাল, দর্শকের রেকর্ড ভাঙল হ্যামট্রাম্যাক
হ্যামট্রাম্যাক, ১১ আগস্ট : ‘কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না’, ‘দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’— এমন সব জনপ্রিয় গান পরিবেশন করে মিশিগানের আকাশ মাতালেন নগর বাউল জেমস।
গতকাল রাতে হ্যামট্রাম্যাক শহরের জোসেফ ক্যাম্পু অ্যাভিনিউতে এসএনএস হোম লোন ও বাংলা ওয়ান টিভি আয়োজিত ২৩তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল-এ ৩০ হাজারেরও বেশি দর্শককে সংগীতের জাদুতে ভাসালেন এই রকস্টার।
অনুষ্ঠান শুরুর আগেই বিকেল থেকে রাজ্যের বিভিন্ন শহর এবং আশপাশের অঙ্গরাজ্য থেকে দর্শকদের ঢল নামে। কানাডা থেকেও বহু দর্শক এই উৎসবে যোগ দিতে আসেন। শহরের গুরুত্বপূর্ণ এই সড়কে তিলধারণের ঠাঁই ছিল না।
শারমীনা সিরাজ সোনিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় প্রথমে মঞ্চে ওঠেন মিশিগানের জনপ্রিয় শিল্পী পৃথা দেব। এরপর পরিবেশন করেন বাংলাদেশের গর্ব, জালালাবাদের সন্তান ও জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী। মিশিগানের নিজস্ব ব্যান্ড ‘রিদম অব বাংলাদেশ’ও তাদের পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলে।

এরপর মোটরসাইকেল চালিয়ে চমকপ্রদভাবে মঞ্চে প্রবেশ করেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে নাচ ও গানে অংশ নেন। ‘বিড়ি খাইলে হয় ক্যান্সার’, ‘অন্তর জ্বালা’, ‘এই তুমি সেই তুমি যাকে আমি চাই’, ‘হৃদয়ে আমার বাংলাদেশ’সহ জনপ্রিয় অনেকগুলো গান পরিবেশনা করে দর্শকদের উচ্ছ্বসিত করেন। ডিগবাজি দিয়ে তিনি মঞ্চ ত্যাগ করলে দর্শকরা করতালিতে ভাসান।
রাত ৯টায় মঞ্চে আসেন নগর বাউল জেমস। তার মঞ্চে ওঠা মানেই যেন ভিন্ন মাত্রার উন্মাদনা। দর্শকদের পাগলামো, হৈ-হুল্লোড় আর উচ্ছ্বাসের সঙ্গে তিনিও মেতে ওঠেন। টানা দুই ঘণ্টা ধরে একের পর এক হিট গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন এই বরেণ্য শিল্পী। আয়োজকদের মতে, হ্যামট্রাম্যাকে এত বড় দর্শকসমাগম এর আগে কোনো কনসার্টে হয়নি।
কনসার্টের পাশাপাশি মেলার প্রতিটি স্টলে ছিল দর্শনার্থীদের ভিড়। পণ্যের বৈচিত্র্য আর খাবারের সুবাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ফুচকা, চটপটি, কাবাবসহ স্বদেশি খাবারের স্বাদ নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন অনেকেই। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে আসা দর্শকদের হাসি-আনন্দে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারপাশে।
বিকেল থেকে শুরু হওয়া এই কনসার্ট চলে রাত ১১টা পর্যন্ত। সিটি পুলিশের তীক্ষ্ণ নজরদারি ও আয়োজকদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সিলেটের সব আসনে বিএনপির জয় চাই : মিফতাহ্

সিলেটের সব আসনে বিএনপির জয় চাই : মিফতাহ্