আমেরিকা , শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেলেঙ্কারির ছায়ায় নতুন সেন্টেনিয়াল পার্কের সূচনা হ্যামট্রাম্যাক পুলিশ প্রধানের বিতর্কিত বিদায় সিলেটবাসীর বঞ্চনার অবসান চাই মিশিগানে নতুন কনস্যুলেট স্থাপনের অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ ভালোবাসার ঘরে প্রতিশোধের আগুন! দুই বিড়ালের মৃত্যু “সম্মান চাই, শত্রুতা নয়” ভারত নিয়ে নতুন সুরে ডা. শফিকুর রহমান ডেট্রয়েটের স্পিরিট প্লাজায় ২.১ মিলিয়ন ডলারে নতুন খেলার মাঠ ও স্থায়ী মঞ্চ হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে টহল গাড়িতে ধাক্কা, ডেট্রয়েটে আহত এমএসপি সদস্য আজ শ্যামাপূজা ও দীপাবলি ‘নো কিংস’-এর ডাকে উত্তাল মার্কিন মুলুক শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল ইসলাম হ্যামট্রাম্যাক প্রার্থীদের সঙ্গে বাংলা প্রেসক্লাব মিশিগানের প্রাণবন্ত মিট অ্যান্ড গ্রিট আগুনে স্তব্ধ শাহজালাল বিমানবন্দর, রাতেই আবার সচল আকাশপথ মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ৮৫ মিলিয়ন ডলারের বাজেট কাটছাঁট মিশিগানের অটোয়া কাউন্টিতে আবারও বার্ড ফ্লু শনাক্ত ভার্জিনিয়ায় মুসলিম নারীকে লাঞ্ছনার অভিযোগে নর্থভিলের এক ব্যক্তি গ্রেপ্তার নির্বাচনী জালিয়াতি : বিচারের মুখে হ্যামট্রাম্যাক কাউন্সিলম্যান মোহাম্মদ হাসান  ইঙ্গাম কাউন্টিতে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩ শুক্রবার সংসদে জুলাই সনদ সই, ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা মিশিগান আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

লন্ডনে জিসিএ’র বার্ষিক পিকনিকে প্রাণের মিলনমেলা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০২:৩৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০২:৩৬:০৩ পূর্বাহ্ন
লন্ডনে জিসিএ’র বার্ষিক পিকনিকে প্রাণের মিলনমেলা
লন্ডন, ১৬ আগস্ট : যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর প্রাণের সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ)-এর বার্ষিক পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। জনপ্রিয় সমুদ্র সৈকত ‘‘ক্ল্যাকটন-অন-সি’’-কে ঘিরে আয়োজিত এ পিকনিক রূপ নেয় চট্টগ্রামবাসীর প্রাণের মিলনমেলায়।
গত ১০ আগস্ট রোববার সকাল ৯টার মধ্যেই লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক সদস্য সমবেত হন হোয়াইট চ্যাপলের ১১৩ নিউ রোডে অবস্থিত চিটাগাং সেন্টারের সামনে। সেখান থেকে একাধিক বিলাসবহুল বড় কোচ ও অসংখ্য প্রাইভেট কার-জীপের বহর নিয়ে শুরু হয় দিনব্যাপী আনন্দযাত্রা।
গন্তব্য ছিল ইংল্যান্ডের এসেক্স কাউন্টির উপকূলবর্তী জনপ্রিয় সমুদ্র শহর ‘‘ক্ল্যাকটন-অন-সি’’। গ্রীষ্মের উজ্জ্বল রোদ ও সাগরের শান্ত ঢেউয়ের আহ্বানে সেদিন সেখানে মিলিত হয় বৃহত্তর চট্টগ্রামের প্রবাসী পরিবারগুলো। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সৈকতজুড়ে জমে ওঠে এক ভিন্নধর্মী মিলনমেলা, যেখানে হাসি-আনন্দ, আড্ডা ও উৎসবমুখর পরিবেশে কাটে দিনটি।
আয়োজনকে নিখুঁত করতে গঠিত হয়েছিল একটি শক্তিশালী পিকনিক কমিটি, যারা পেশাদারিত্ব ও আন্তরিকতায় পুরো আয়োজনকে রূপ দেন এক উৎসবে। সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হলেও, যাত্রাপথেই শুরু হয় আনন্দের ধারা। কোচে চলতে থাকে গান, কৌতুক, আবৃত্তি, অভিনয়, ধাঁধা ও স্মৃতিচারণ। আড়াই ঘণ্টার দীর্ঘ ভ্রমণকে প্রাণবন্ত করে তুলেছিলেন বিশিষ্ট শিল্পী তাহসিন বাপ্পি, ডা. রুবেল, তানিম, রুবা হোসেন, নাবিল রহমান, তানভীর খানসহ আরও অনেকে। তাঁদের উপস্থাপনায় পরিবেশিত সাংস্কৃতিক গান, হাস্যরস ও সৃজনশীল পরিবেশনা আসা-যাওয়ার পুরো সময়টাকেই ভীষণ উপভোগ্য করে তোলে। জনপ্রিয় গান “চলো না ঘুরে আসি অজানাতে” দিয়ে শুরু হয় এই মনোমুগ্ধকর যাত্রা।
কোচগুলির নেতৃত্বে ছিলেন মোঃ আলী রেজা, মাসুদুর রহমান, আরশাদ মালেক, রাজ্জাকুল হায়দার বাপ্পী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও ট্রাস্টি শওকত মাহমুদ টিপু।
সাগরের নোনাজলে অবগাহন, সৈকতে আড্ডা, খেলাধুলা, ছবি তোলা ও ফেসবুক লাইভে দিনটি হয়ে ওঠে আরো রঙিন। আলী রেজা ভাই, ফটোগ্রাফার মোমিন, শওকত ওসমান এবং কুতুবুল আলম ক্যামেরায় স্মৃতিগুলো বন্দি করে রাখেন চিরকাল।
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় যাঁদের অবদানে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে ওঠে ব্যারিস্টার মনোয়ার হোসেন, মাসুদুর রহমান, আরশাদ মালেক, শওকত মাহমুদ টিপু, মিসেস মাসুদ, রাজ্জাকুল হায়দার বাপ্পি, মোহাম্মাদ ইসহাক, মোহাম্মাদ কায়সার, ফারজানা খান, শহীদুল ইসলাম, শওকত ওসমান, কুতুবুল আলম, মীরা বড়ুয়া, মাহবুব আলম, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, সাজ্জাদ, তানিম, পরান, তানভীর, রিদওয়ান, নাবিল রহমান প্রমুখ।
ফেরার পথেও গান, গল্প আর আনন্দ চলতে থাকে বিরতিহীনভাবে। কেউ ঘুমাতে চাইলেও, সাংস্কৃতিক পরিবেশনায় ঘুম আসার সুযোগ হয়নি। শেষে সকলেই সন্তোষ প্রকাশ করে বলেন এটি ছিল একটি চমৎকার আয়োজন, যা অনেকদিন হৃদয়ে গেঁথে থাকবে।
ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, আজকের এই দিন আমাদের জীবনের এক অমলিন স্মৃতি হয়ে থাকবে। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
উল্লেখ্য যে , ২০১৩ সালে জন্ম নেয়া জিসিএ এখন ইউরোপে তথা বিশ্বে বাংলাদেশী প্রবাসীদের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন যেটি লন্ডনে ৫টি বৃহৎ আকারের মেজবানের সাথে মিলন মেলা, চট্টগ্রাম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের মেজবানকে ও সংস্কৃতিকে  বহির্বিশ্বে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। এবং এইসাথে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ) সম্পূর্ণ করেছে অনেক মানবিক কার্যক্রম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বর্ণাঢ্য অভিষেক ২৬ অক্টোবর

জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বর্ণাঢ্য অভিষেক ২৬ অক্টোবর