আমেরিকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়্যারলেস বার্তা ফাঁস : সিএমপির কনস্টেবল গ্রেপ্তার আটলান্টায় বর্ণাঢ্য উৎসবে ৩৯তম ফোবানা, শুরু ২৯ আগস্ট মিশিগানের বিশ্ববিদ্যালয়গুলোতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়ক প্রোগ্রাম হুমকির মুখে হ্যামট্রাম্যাকের বিখ্যাত ‘ইয়েমেন  ম্যুরাল’ সংরক্ষণ নিয়ে টানাপোড়েন ডেট্রয়েটে প্রথম খাদ্য কম্পোস্টিং পাইলট প্রোগ্রাম চালু হ্যামট্রাম্যাক ও ওয়ারেনে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ ওয়ারেনে ‘ফ্যামিলি সেফটি ডে’ : নিরাপত্তা ও সচেতনতায় কমিউনিটির উচ্ছ্বাস জন্মাষ্টমীতে সেনাপ্রধানের বার্তা : সম্প্রীতি বজায় রেখে শান্তিতে বসবাস করুন গভর্নরের নিয়োগে এসভিএসইউ বোর্ডে ড. দেবাশীষ মৃধা শুভ জন্মাষ্টমী আজ ডেট্রয়েট কবরস্থানে মিলল নিখোঁজ কিশোরের মৃতদেহ ‘সেক্স হিস্টেরিয়া’র ছন্দে ডেট্রয়েট কাঁপালেন জেসি মারফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী আজ মিশিগানে অনিবার্য কারণে পিছিয়ে গেল ‘বিশ্ব সিলেট সম্মেলন-২৫’ শিশু যৌন নির্যাতনের অভিযোগে  মিশিগানের প্রাক্তন বাসিন্দা গ্রেপ্তার মিশিগানে ৭ মিলিয়ন ডলারের অবৈধ ওপিওয়েড চক্রে ৪ জন অভিযুক্ত ডেট্রয়েট ও শহরতলিতে সাশ্রয়ী আবাসনের ঘাটতি, সমাধানে জোরদার উদ্যোগ টাসকোলা কাউন্টিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬ হ্যামট্রাম্যাকের দুই কাউন্সিলর জালিয়াতির অভিযোগে আদালতে

আটলান্টায় বর্ণাঢ্য উৎসবে ৩৯তম ফোবানা, শুরু ২৯ আগস্ট

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:৩১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:৩১:৫৮ পূর্বাহ্ন
আটলান্টায় বর্ণাঢ্য উৎসবে ৩৯তম ফোবানা, শুরু ২৯ আগস্ট
আটলান্টা, ১৮ আগস্ট : দুই বছরের অপেক্ষার পর আটলান্টাবাসী ৩৯তম আটলান্টা ফোবানা উদযাপনের জন্য প্রস্তুত। দীর্ঘদিন ধরে এই উৎসবের জন্য আটলান্টাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) উত্তর আমেরিকার বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন এবং আটলান্টা ফোবানার একটি অন্যতম হোস্ট স্টেট।
আগামী ২৯ থেকে ৩১ আগস্ট, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আটলান্টাভিত্তিক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন “বাংলাধারা” এবারের সম্মেলনের মূল আয়োজনকারী। সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ থেকে ১০ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকার প্রত্যাশা করা হচ্ছে। 
এবারের সম্মেলনের মূল ফোকাস হলো ‘প্রবাসী প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিকরণে বাংলাদেশের অবস্থান’। এছাড়াও, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি, দেশটির মূলধারায় সম্পৃক্ততা, এবং শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন এ সম্মেলনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের জন্য বর্ণাঢ্য সাহিত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রমেরও ব্যবস্থা রয়েছে।
৩৯ তম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল জানান, আটলান্টা প্রস্তুুত ফোবানার জন্য। সব কিছুর ফাইনাল সেট আপ এগিয়ে যাচ্ছে। নাহিদুল খান সাহেল আরো জানান, এবার হোষ্ট কমিটি আমেরিকার নানা শহরে ব্যাপক গনসংযোগ করেছে। সবাই আটলান্টা ফোবানার সফলতায় সহযোগিতার হাত বাড়িয়েছেন।
 হোস্ট মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া বলেন, আমরা ৩৯ তম আটলান্টা ফোবানায় অনেক নতুন কিছু সংযোজন করেছি। আশা করছি চমৎকার আবহাওয়াতে আটলান্টা ঘুরে বেড়ানো ও ফোবানা সবাই এনজয় করবেন।
হোস্ট কমিটির কো কনভেনর কাজী নাহিদ জানান, আমাদের হোটেল রেজিষ্ট্রেশন ও প্যাকেজ কাজ চলমান। এখনও ষ্টল বুকিংএবং ভেন্যুতে স্পন্সর এর সুযোগ রয়েছে।
হোষ্ট কমিটির প্রেসিডেন্ট ডিউক খান জানান, সব গুলো সাব কমিটির কাজ এগিয়ে চলছে। আশা করা যায়, আমরা ভাল ফোবানা উপহার দিব। হোস্ট চীফ করডিনেটর দিলু মওলা জানান, আটলান্টা প্রস্তুুত ৩৯ তম ফোবানার জন্য। সবাই উপভোগ  করবেন। আটলান্টা বাসীর সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে ফোবানা সম্মেলনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে। প্রতিটি  স্কলারশিপের মূল্যবান ১০০০ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
সম্মেলনকে সফল করতে বাংলাদেশ থেকে অতিথি ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন ফোবানা সম্মেলন মানে প্রবাসীদের একটি মিলনমেলা। বরাবরের মতো এবারও সম্মেলনে প্রবাস ও দেশের রাজনীতি এবং ট্রাম্প সরকারের নতুন প্রশাসন, বিভিন্ন স্টেটের গভর্নর, সিনেটর  ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে পরিবেশ, বৈশ্বিক অর্থনীতি, বাংলাদেশের নদীর পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়ে সেমিনার হবে।’
তিনি আরো বলেন, ফোবানা সম্মেলনে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, মানবিক বিষয়ও কাজ করা হয়। করোনা-সংকটের সময় ফোবানা প্রায় পাঁচ হাজার মানুষের ফ্রি করোনা টেস্ট করিয়েছে। তবে ফোবানা কোনো রাজনৈতিক সংগঠন নয়। এখানে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকে। প্রবাসে নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় সংস্কৃতির পরিচয় করিয়ে দেওয়াও এই সম্মেলনের বড় অর্জন।’
ফোবানা নির্বাহী কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর জানান, আটলান্টা ফোবানা নিয়ে উত্তর আমেরিকায় অনেকের আগ্রহ আমাদের উৎসাহিত করেছে। ফোবানা নিয়ে বিভ্রান্তি নেই। সবাই আটলান্টায় আসছেন। আমরা ফোবানার ঐতিহ্য ও গৌরব এর অংশিদার হিসাবে কাজ করছি।
এবারের সম্মেলনে বেশ কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে। এসব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে সামাজিক ইস্যু: মানবাধিকার ও সামাজিক-রাজনৈতিক দিক। স্বাস্থ্য ও সুস্থতা: প্রতিরোধমূলক এবং চিকিৎসাগত দিক। প্রযুক্তি: প্রকৌশল, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষা, ক্যারিয়ার ও যোগাযোগে প্রযুক্তির প্রভাব। গঠিত পরিবেশ ও জলবায়ু: স্থাপত্য, পরিকল্পনা, শহরায়ন এবং টেকসই উন্নয়ন।
ব্যবসা ও অর্থনীতি: ব্যবস্থাপনা, অর্থনীতি, উদ্যোক্তা, বাজার এবং অর্থনৈতিক নীতি। শিক্ষা, শিল্প ও সংস্কৃতি: পাঠদান, সৃজনশীল শিল্প, ডিজাইন, চলচ্চিত্র, মিডিয়া এবং সাহিত্য। সংস্কৃতি ও ঐতিহ্য: ঐতিহ্য সংরক্ষণ, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশি-আমেরিকানদের মূলধারায় সম্পৃক্ততা।
 এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ইয়ুথ ও নারী সংগঠনগুলোর বড় ধরনের পার্টিসিপেশন থাকবে।  তিন দিনব্যাপী সম্মেলনে প্রতিদিন সন্ধ্যার পর মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ফোবানার নির্বাহী সংসদের জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ জানান, আমরা এবার অনেকগুলো নতুন সদস্য পেয়েছি। আশা করছি আটলান্টায় জমকালো ফোবানা হবে। ফোবানার নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ডক্টর  প্রিয়লাল কর্মকার  জানান, ফোবানার সব কিছু স্বচ্ছতায় ঢাকা। ফোবানা নিয়ে যারা অপপ্রচার চালায়, তারা এখন নিশ্চুপ। ফোবানা একটি ১  বছর মেয়াদি নির্বাচিত কমিটি  দিয়ে পরিচালিত।
নির্বাহী কমিটির  ভাইস চেয়ারম্যান এম রহমান জহির জানান, ফোবানার নির্বাহী পরিষদ সারা বছর একটি ভাল ফোবানা উপহার দেবার চেষ্টায় থাকে এটি একটি উত্তর আমেরিকার  অনন্য সংগঠন । নানা বহু মাত্রার চ্যারিটী  কাজে ফোবানা জড়িত।
‎হোস্ট  কমিটির অন্যতম সংগঠক, ইউথ ফোরামের চেয়ারম্যান যুব সংগঠক মহিউদ্দিন দুলাল জানান, এবারের সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের সবগুলো স্টেট থেকে অতিথিরা নাম রেজিস্ট্রেশন শুরু করেছেন।
এবার ইয়ুথদের অংশগ্রহণ বেশী  হচ্ছে। জমকালো এই সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ থেকে ৭  হাজার আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে সব প্রস্তুুতি চূড়ান্ত করা হয়েছে। অতিথিদের জন্য হোটেল ওয়েস্টিন ছাড়াও পার্শ্ববর্তী আরও একটি হোটেলে থাকার ব্যবস্থা থাকবে। তিন দিনব্যাপী এই সম্মেলনের অন্যতম বড় আকর্ষণ থাকবে বইমেলা ও বিজনেস লাঞ্চ ।
মেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কবি লেখক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। কাব্য জলসা, সাহিত্য সভা,৩০ টি সেমিনার সহ নানান সেগমেন্টে সাজানো হয়েছে ৩৯ তম ফোবানা। এবারের ফোবাবায় দুটো সুভেনীর প্রকাশিত হচ্ছে। একটি ফোবানা ম্যাগাজিন আরেকটি কাব্য জলসা উপলক্ষে কবিদের ম্যাগাজিন। মৃদুল রহমান, জুয়েল সাদত ও রেজওয়ান হৃদয় এর সম্পাদনায় হৃদকাব্য প্রকাশিত হচ্ছে। ফোবানা ম্যাগাজিনের সম্পাদক ডক্টর নিয়াজ  খান ও উনার ১৬ সদস্যের টীম অসাধারণ একটি সুভেনির উপহার দিবে।
সামগ্রিক বিচারে হোষ্ট কমিটি দিনরাত কাজ করছে একটি চমৎকার ফোবানার জন্য । কাব্য জলসার চেয়ারম্যান রেজওয়ান হৃদয় জানান, শিল্প সাহিত্যের  মননশীল মানুষজন এবারে থাকছেন ফোবানার কাব্য জলসা ও সাহিত্য আসরে।
হোষ্ট মিডিয়া টীম ব্যাপক প্রচারে ব্যাস্থ সময় কাটাচ্ছেন। আর ১১ দিন পরই ৩৯ তম ফোবানা। এবারের ফোবানা সম্মেলনের প্রচারে ফরহাদ হোসেন এর টক শো গুলো ব্যাপক আলোচিত হয়েছে। ৩৯ তম আটলান্টা ফোবানার পর্দা উঠবে আর মাত্র ১ দিন পর।

জুয়েল সাদত  :
কো কনভেনর, ৩৯ তম আটলান্টা ফোবানা / কো চেয়ার, কাব্য জলসা / বই মেলা
২৯–৩১ আগস্ট আটলান্টায় ফোবানার তিন দিনের উৎসব
আটলান্টা, ১৮ আগস্ট : দুই বছরের অপেক্ষার পর আটলান্টাবাসী ৩৯তম আটলান্টা ফোবানা উদযাপনের জন্য প্রস্তুত। দীর্ঘদিন ধরে এই উৎসবের জন্য আটলান্টাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) উত্তর আমেরিকার বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন এবং আটলান্টা ফোবানার একটি অন্যতম হোস্ট স্টেট।
আগামী ২৯ থেকে ৩১ আগস্ট, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আটলান্টাভিত্তিক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন “বাংলাধারা” এবারের সম্মেলনের মূল আয়োজনকারী। সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ থেকে ১০ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকার প্রত্যাশা করা হচ্ছে। 
এবারের সম্মেলনের মূল ফোকাস হলো ‘প্রবাসী প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিকরণে বাংলাদেশের অবস্থান’। এছাড়াও, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি, দেশটির মূলধারায় সম্পৃক্ততা, এবং শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন এ সম্মেলনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের জন্য বর্ণাঢ্য সাহিত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রমেরও ব্যবস্থা রয়েছে।
৩৯ তম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল জানান, আটলান্টা প্রস্তুুত ফোবানার জন্য। সব কিছুর ফাইনাল সেট আপ এগিয়ে যাচ্ছে। নাহিদুল খান সাহেল আরো জানান, এবার হোষ্ট কমিটি আমেরিকার নানা শহরে ব্যাপক গনসংযোগ করেছে। সবাই আটলান্টা ফোবানার সফলতায় সহযোগিতার হাত বাড়িয়েছেন।
 হোস্ট মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া বলেন, আমরা ৩৯ তম আটলান্টা ফোবানায় অনেক নতুন কিছু সংযোজন করেছি। আশা করছি চমৎকার আবহাওয়াতে আটলান্টা ঘুরে বেড়ানো ও ফোবানা সবাই এনজয় করবেন।
হোস্ট কমিটির কো কনভেনর কাজী নাহিদ জানান, আমাদের হোটেল রেজিষ্ট্রেশন ও প্যাকেজ কাজ চলমান। এখনও ষ্টল বুকিংএবং ভেন্যুতে স্পন্সর এর সুযোগ রয়েছে।
হোষ্ট কমিটির প্রেসিডেন্ট ডিউক খান জানান, সব গুলো সাব কমিটির কাজ এগিয়ে চলছে। আশা করা যায়, আমরা ভাল ফোবানা উপহার দিব। হোস্ট চীফ করডিনেটর দিলু মওলা জানান, আটলান্টা প্রস্তুুত ৩৯ তম ফোবানার জন্য। সবাই উপভোগ  করবেন। আটলান্টা বাসীর সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে ফোবানা সম্মেলনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে। প্রতিটি  স্কলারশিপের মূল্যবান ১০০০ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
সম্মেলনকে সফল করতে বাংলাদেশ থেকে অতিথি ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন ফোবানা সম্মেলন মানে প্রবাসীদের একটি মিলনমেলা। বরাবরের মতো এবারও সম্মেলনে প্রবাস ও দেশের রাজনীতি এবং ট্রাম্প সরকারের নতুন প্রশাসন, বিভিন্ন স্টেটের গভর্নর, সিনেটর  ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে পরিবেশ, বৈশ্বিক অর্থনীতি, বাংলাদেশের নদীর পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়ে সেমিনার হবে।’
তিনি আরো বলেন, ফোবানা সম্মেলনে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, মানবিক বিষয়ও কাজ করা হয়। করোনা-সংকটের সময় ফোবানা প্রায় পাঁচ হাজার মানুষের ফ্রি করোনা টেস্ট করিয়েছে। তবে ফোবানা কোনো রাজনৈতিক সংগঠন নয়। এখানে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকে। প্রবাসে নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় সংস্কৃতির পরিচয় করিয়ে দেওয়াও এই সম্মেলনের বড় অর্জন।’
ফোবানা নির্বাহী কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর জানান, আটলান্টা ফোবানা নিয়ে উত্তর আমেরিকায় অনেকের আগ্রহ আমাদের উৎসাহিত করেছে। ফোবানা নিয়ে বিভ্রান্তি নেই। সবাই আটলান্টায় আসছেন। আমরা ফোবানার ঐতিহ্য ও গৌরব এর অংশিদার হিসাবে কাজ করছি।
এবারের সম্মেলনে বেশ কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে। এসব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে সামাজিক ইস্যু: মানবাধিকার ও সামাজিক-রাজনৈতিক দিক। স্বাস্থ্য ও সুস্থতা: প্রতিরোধমূলক এবং চিকিৎসাগত দিক। প্রযুক্তি: প্রকৌশল, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষা, ক্যারিয়ার ও যোগাযোগে প্রযুক্তির প্রভাব। গঠিত পরিবেশ ও জলবায়ু: স্থাপত্য, পরিকল্পনা, শহরায়ন এবং টেকসই উন্নয়ন।
ব্যবসা ও অর্থনীতি: ব্যবস্থাপনা, অর্থনীতি, উদ্যোক্তা, বাজার এবং অর্থনৈতিক নীতি। শিক্ষা, শিল্প ও সংস্কৃতি: পাঠদান, সৃজনশীল শিল্প, ডিজাইন, চলচ্চিত্র, মিডিয়া এবং সাহিত্য। সংস্কৃতি ও ঐতিহ্য: ঐতিহ্য সংরক্ষণ, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশি-আমেরিকানদের মূলধারায় সম্পৃক্ততা।
 এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ইয়ুথ ও নারী সংগঠনগুলোর বড় ধরনের পার্টিসিপেশন থাকবে।  তিন দিনব্যাপী সম্মেলনে প্রতিদিন সন্ধ্যার পর মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ফোবানার নির্বাহী সংসদের জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ জানান, আমরা এবার অনেকগুলো নতুন সদস্য পেয়েছি। আশা করছি আটলান্টায় জমকালো ফোবানা হবে। ফোবানার নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ডক্টর  প্রিয়লাল কর্মকার  জানান, ফোবানার সব কিছু স্বচ্ছতায় ঢাকা। ফোবানা নিয়ে যারা অপপ্রচার চালায়, তারা এখন নিশ্চুপ। ফোবানা একটি ১  বছর মেয়াদি নির্বাচিত কমিটি  দিয়ে পরিচালিত।
নির্বাহী কমিটির  ভাইস চেয়ারম্যান এম রহমান জহির জানান, ফোবানার নির্বাহী পরিষদ সারা বছর একটি ভাল ফোবানা উপহার দেবার চেষ্টায় থাকে এটি একটি উত্তর আমেরিকার  অনন্য সংগঠন । নানা বহু মাত্রার চ্যারিটী  কাজে ফোবানা জড়িত।
‎হোস্ট  কমিটির অন্যতম সংগঠক, ইউথ ফোরামের চেয়ারম্যান যুব সংগঠক মহিউদ্দিন দুলাল জানান, এবারের সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের সবগুলো স্টেট থেকে অতিথিরা নাম রেজিস্ট্রেশন শুরু করেছেন।
এবার ইয়ুথদের অংশগ্রহণ বেশী  হচ্ছে। জমকালো এই সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ থেকে ৭  হাজার আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে সব প্রস্তুুতি চূড়ান্ত করা হয়েছে। অতিথিদের জন্য হোটেল ওয়েস্টিন ছাড়াও পার্শ্ববর্তী আরও একটি হোটেলে থাকার ব্যবস্থা থাকবে। তিন দিনব্যাপী এই সম্মেলনের অন্যতম বড় আকর্ষণ থাকবে বইমেলা ও বিজনেস লাঞ্চ ।
মেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কবি লেখক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। কাব্য জলসা, সাহিত্য সভা,৩০ টি সেমিনার সহ নানান সেগমেন্টে সাজানো হয়েছে ৩৯ তম ফোবানা। এবারের ফোবাবায় দুটো সুভেনীর প্রকাশিত হচ্ছে। একটি ফোবানা ম্যাগাজিন আরেকটি কাব্য জলসা উপলক্ষে কবিদের ম্যাগাজিন। মৃদুল রহমান, জুয়েল সাদত ও রেজওয়ান হৃদয় এর সম্পাদনায় হৃদকাব্য প্রকাশিত হচ্ছে। ফোবানা ম্যাগাজিনের সম্পাদক ডক্টর নিয়াজ  খান ও উনার ১৬ সদস্যের টীম অসাধারণ একটি সুভেনির উপহার দিবে।
সামগ্রিক বিচারে হোষ্ট কমিটি দিনরাত কাজ করছে একটি চমৎকার ফোবানার জন্য । কাব্য জলসার চেয়ারম্যান রেজওয়ান হৃদয় জানান, শিল্প সাহিত্যের  মননশীল মানুষজন এবারে থাকছেন ফোবানার কাব্য জলসা ও সাহিত্য আসরে।
হোষ্ট মিডিয়া টীম ব্যাপক প্রচারে ব্যাস্থ সময় কাটাচ্ছেন। আর ১১ দিন পরই ৩৯ তম ফোবানা। এবারের ফোবানা সম্মেলনের প্রচারে ফরহাদ হোসেন এর টক শো গুলো ব্যাপক আলোচিত হয়েছে। ৩৯ তম আটলান্টা ফোবানার পর্দা উঠবে আর মাত্র ১ দিন পর।

জুয়েল সাদত  :
কো কনভেনর, ৩৯ তম আটলান্টা ফোবানা / কো চেয়ার, কাব্য জলসা / বই মেলা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের গুজব উড়িয়ে দিল প্রশাসন

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের গুজব উড়িয়ে দিল প্রশাসন