মাধবপুর (হবিগঞ্জ) ১৯ আগস্ট : ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর থেকে অলিপুর পর্যন্ত গড়ে উঠেছে দেশের নামকরা অর্ধশতাধিক শিল্প কারখানা। এসব প্রতিষ্ঠানে বর্তমানে ৫০ হাজারেরও বেশি নারী-পুরুষ কর্মরত আছেন। তবে দীর্ঘদিন ধরে মহাসড়কের সরকারি জায়গা দখল, অবৈধ দোকানপাট, যানজট ও চুরি-ছিনতাইয়ের কারণে শ্রমিকদের চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।
এ অবস্থায় স্থানীয় শিল্প মালিক, পরিবহন মালিক ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে চালু হতে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প। আগামী ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দুটি ক্যাম্প উদ্বোধন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল, স্কয়ার ডেনিম, বাদশা গ্রুপ, স্টার সিরামিকস, সায়হাম গ্রুপ, নাহিদ গ্রুপ, নেরোলাক পেইন্ট, আকিজ গ্রুপ, যমুনা গ্রুপ, বিএইচএল সিরামিক ও ম্যাটাডোরসহ দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এসব শিল্প প্রতিষ্ঠানে ৫০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে।
গত জুলাই মাসে সিলেট হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের উদ্যোগে অলিপুর এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে যানজট কমে আসে এবং সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করে। স্থানীয়রা জানান, এখন আর আগের মতো ভোগান্তি নেই, চলাচলও অনেক সহজ হয়েছে।
হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়কের জায়গা দখলমুক্ত করা হয়েছে। শিল্প কারখানার পরিবেশ ঠিক রাখতে নতুন পুলিশ ক্যাম্প স্থাপন করা হচ্ছে।”
হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া বলেন, “শিল্প কারখানা গড়ে ওঠার ফলে সড়কে চাপ বেড়েছে। নতুন পুলিশ ক্যাম্প চালুর ফলে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার হবে।”
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan