লাখাইয়ে ২৭৫ পিস ইয়াবাসহ আটক ৩ 

আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ১০:৫১:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ১০:৫১:১৬ পূর্বাহ্ন
লাখাই, (হবিগঞ্জ) : লাখাইয়ে পৃথক অভিযানে ২৭৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই)  বিকেলে লাখাই থানা পুলিশের এস আই (উপ-পরিদর্শক ) শৈলেশ  দাস, এসআই শাহানুর রহমান ও এ এস আই নাজমুল হায়দার সহ একদল পুলিশ  ফোর্স মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে মৃত ছোয়াব মিয়ার ছেলে আল আমীন (৩০) নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মৃত জহির মিয়ার ছেলে আজহার মিয়াকে ( ২২) ৭৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১৭ হাজার ২৭০টাকাসহ আটক করে।

পৃথক অভিযানে শুক্রবার  (১৪ জুলাই) দিবাগত ভোর রাতে লাখাই থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) শৈলেশ দাস সঙ্গীয় পুলিশ ফোর্স মোড়াকরি গ্রামের অনু মিয়ার ছেলে আব্দাল মিয়ার (৩০) বাড়ীতে অভিযান চালিয়ে ২ শত পিস ইয়াবা সহ আসামীকে আটক করে । লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মোঃ নুনু মিয়া জানান, শনিবার (১৫ জুলাই)আটককৃতদের  বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে  সংশ্লিষ্ট  আদালতে প্রেরণ  করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com