দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০২:১৩:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০২:১৩:১৬ পূর্বাহ্ন
কেপটাউন, ২৪ ফেব্রুয়ারি :  দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত এবং অপর ও দুইজন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বিউফোর্ট ওয়েস্ট শহরে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)। নিহতরা সবাই ফেনী জেলার সদর ও দাগনভূঁইয়া উপজেলার বাসিন্দা।
সূত্রে জানা গেছে, ওই পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এত ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। এ ছাড়া আরও দুই বাংলাদেশি এ গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com