কারিগরি ত্রুটি

ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ

আপলোড সময় : ০৯-০৮-২০২৩ ০২:২৮:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৩ ০২:২৮:২০ পূর্বাহ্ন
ঢাকা, ০৯ আগস্ট (ঢাকা পোস্ট) : মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশনগুলোর মধ্যে শেওড়াপাড়া সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর পৌনে ১২টা) সেখানে টেকনিক্যাল টিম কাজ করছে বলে জানা গেছে। বুধবার (৯ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমডিসিএল) একটি বিশ্বস্ত সূত্র।
সূত্রটি ঢাকা পোস্টকে জানায়, ‘শেওড়াপাড়ায় আমাদের একটি পাওয়ার সাবস্টেশন আছে। সেখান থেকেও পাওয়ার সাপ্লাই দেওয়া হয় মেইন লাইনে। কোন কারণে পাওয়ার সাবস্টেশনের ওই বৈদ্যুতিক লাইনটি ফেইল করেছে। বিদ্যুৎ না থাকলে তো আর ট্রেন চলবে না।’
সূত্র আরও জানায়, সকাল সাড়ে ৯টা থেকে এখন পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। ঠিক করতে সময় লাগছে। প্রায় দুই ঘণ্টা যাবত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারা সহজ পন্থা পাইছেন। আপনারা নিজে এসে দেখে যান, খালি টেলিফোন করে জিজ্ঞেস করলে তো হবে না।’
এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো ট্রেন ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়। ফলে সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরুর কথা থাকলেও তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com