
ওয়ারেন, ১৪ আগস্ট : বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর হলমিছ পার্কে বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাছির আহমদ বাবুলের সঞ্চালনায় বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ সাহেদুল হক, মোহাম্মদ সুলেমান, আনোয়ার কামাল, সেলিম আহমদ, নজরুল রহমান সহ উক্ত সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্যরা। এছাড়া ও বনভোজনে সিলেট, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভীবাজার সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট এবং মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও অফিসিয়াল ডেলিগেট, কাউন্সিলর, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বনভোজনে কয়েক হাজার মানুষের মিলনমেলায় একটি মিনি বাংলাদেশে পরিণত হয়। বনভোজনের আয়োজনে ছিলো বয়স ভিত্তিক নানাবিধ দেশিও খেলাধুলা যেখানে শিশু, নারী এবং পুরুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এছাড়া র্যাফেল ড্রতে ১ম পুরষ্কার হিসেবে ছিলো গাড়ি। পেট্রা টাইটেল এজেন্সি গাড়িটি স্পন্সর করেছে। এছাড়া ছিলো আরো অনেক পুরস্কার। বনভোজনে আগত সবার ভুরিভোজের জন্য ছিলো মজাদার খাবারের আয়োজন।

বনভোজনে কয়েক হাজার মানুষের মিলনমেলায় একটি মিনি বাংলাদেশে পরিণত হয়। বনভোজনের আয়োজনে ছিলো বয়স ভিত্তিক নানাবিধ দেশিও খেলাধুলা যেখানে শিশু, নারী এবং পুরুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এছাড়া র্যাফেল ড্রতে ১ম পুরষ্কার হিসেবে ছিলো গাড়ি। পেট্রা টাইটেল এজেন্সি গাড়িটি স্পন্সর করেছে। এছাড়া ছিলো আরো অনেক পুরস্কার। বনভোজনে আগত সবার ভুরিভোজের জন্য ছিলো মজাদার খাবারের আয়োজন।
