ষষ্ঠীপূজার মধ্য দিয়ে লাখাইয়ের ৭০টি মণ্ডপে দুর্গোৎসব শুরু

আপলোড সময় : ২০-১০-২০২৩ ১২:০৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৩ ১২:০৮:৫৬ অপরাহ্ন
লাখাই, (হবিগঞ্জ) ২০ অক্টোবর : দেবীর বোধন ও ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার শুরু হয়েছে। জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘটছে ঘোড়ায় চড়ে। সপরিবারে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। গত ১৪ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামীকাল শনিবার মহাসপ্তমী, রবিবার মহাঅষ্টমী, সোমবার মহানবমী এবং মঙ্গলবার মহাদশমীর মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।
পুরাণ মতে, অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। সকল শক্তির মিলিত ঐ মহাশক্তিই হলেন দশভূজা দুর্গা। 
সারাদেশের ন্যায়  এবছর লাখাই উপজেলার ৭০ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।  লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী জানান, লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে ২৩টি, বামৈ ইউনিয়নে ৬টি, মোড়াকরি ইউনিয়নে  ১৭টি  মুড়িয়াউক ইউনিয়নে ১টি, বুল্লা ইউনিয়নে ১৫টি এবং করাব ইউনিয়নের ৮টিসহ মোট ৭০ টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com