লাখাইয়ে মহিলা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত 

আপলোড সময় : ০৭-১১-২০২৩ ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৩ ০৯:০০:৩৭ পূর্বাহ্ন
লাখাই, (হবিগঞ্জ)  ৭ নভেম্বর : লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার ( ৭ নভেম্বর)  সাড়ে ১১ টায় উপজেলার ১নং লাখাই ইউনিয়নের লাখাই অভয় চরণ রাধা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। এছাড়াও  আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,  শরীফ উদ্দিন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, সাবেক মেম্বার মহিবুর রহমান, যুবলীগ নেতা দেওয়ান মারুফ তালুকদার প্রমুখ।
এসময় লাখাই থেকে বামৈ ৬ কিলোমিটার সড়ক আডোবা নির্মানের আশ্বাস দিয়ে জানান, রাস্তাটি নির্মানের জন্য  ২০০ কোটি টাকার প্রকল্প শীঘ্রই   অনুমোদন হবে। অনুষ্ঠানে যোগদানের পূর্বে তিনি লাখাই ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত্তিবিশিষ্ট ১ম তলা ভবনের উদ্বোধন করেন। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com