লাখাইয়ে কৃষকের মাঝে বিনামূল্যে   সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

আপলোড সময় : ০৪-০৪-২০২৩ ০৯:৫৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৩ ০৯:৫৪:৪৬ পূর্বাহ্ন
লাখাই, (হবিগঞ্জ) ০৪ এপ্রিল : লাখাইয়ে ২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  কৃষি প্রণোদনার আওতায় ১ হাজার ২শত জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ( ৪ এপ্রিল)  দুপুরে  লাখাই উপজেলা প্রশাসন ও লাখাই কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে লাখাই উপজেলা হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
উপ - সহকারি কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্যের সঞ্চালনায় ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা  মাঈন উদ্দীন আহমদ। আরো বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, কৃষক আলাউদ্দিন প্রমুখ। উপসহকারী  কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য জানান, লাখাই উপজেলার ৪টি ইউনিয়নের ১হাজার ২ শত কৃষকদের  প্রত্যেককে ১০কেজি ডিএফপি সার, ১০কেজি এমওপি সার এবং ৫ কেজি উফশী ধানের বীজ প্রদান করা হবে। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com