স্মরণ সভায় বক্তারা

কর্মের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন রুহুল হুদা 

আপলোড সময় : ০৮-০১-২০২৪ ০৫:১৫:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৪ ০৫:১৫:২৭ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ৮ জানৃয়ারি : বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাসের (এমআই বিএডিসি) সাবেক জেনারেল সেক্রেটারি রুহুল হুদার মৃত্যুতে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টায় হ্যামট্রাম্যাক শহরের গেট অব কলাম্বাসে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 
রুহুল হুদা দীর্ঘদিন থেকে মিশিগানে বসবাস করছিলেন। তিনি স্থানীয় একটি মসজিদ কমিটির সভাপতি ও স্কুল বোর্ডের সদস্যসহ একাধিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। নি:স্বার্থভাবে সেবা করে গেছেন বাঙালি প্রবাসীদের।  তিনি গত ২২ ডিসেম্বর ৪৯ বছর বয়সে মিশিগানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্মরণে এমআই বিএডিসি এই ‘কমিউনিটি স্মরণ সভা’র আয়োজন করে।   

পবিত্র কোরআন তেলেওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলেওয়াত করেন জাহিদুল ইসলাম মারুফ। রুহুল হুদার আকন্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্নার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আহমেদ কাশেম। 
এছাড়া তার পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। স্মরণ সভায় এমআই বিএডিসির সদস্যরা ছাড়াও কমিটিউনিটির বিভিন্ন পর্যায়ের শতাধিক বিশিষ্টজনেরা অংশ নেন।         
এমআই বিএডিসির সভাপতি সুলায়মান বাহারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাসকুর হোসেন কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মিশিগান ডেমোক্রেটিক পার্টির সহসভাপতি ড.শাহীন নাজমুল হাসান, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, সাবেক কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ড. জাকিরুল হক, ডা. সিরাজুল ইসলাম, ইমাম আব্দুল লফিত আজম, মাওলানা আহমেদ কাশেম,এমআই বিএডিসির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও গিয়াস তালুকদার বক্তব্যে রাখেন। 
এছাড়া জুবেরুল চৌধুরী খোকন, আজিজ চৌধুরী মুরাদ, আব্দুস শাকুর খান মাখন, বকুল তালুকদার, হেলাল খান, কাজী শাহী হুদা, খন্দকার ইউসূফ কামাল, মনজুরুল করিম তুহিন, সাব্বির খান, মুন্নি রহমান, সাংবাদিক তোফায়েল রেজা সোহেলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।      

বক্তারা বলেন, রুহুল হুদা ছিলেন বাংলাদেশি কমিউনিটির সহৃদয় ও কৃর্তিমান ব্যক্তিত্ব। ছিলেন একজন ধার্মিক ও দিলদরিয়া মানুষ। তিনি কমিউনিটির বহু মানুষকে আপন করে নিতে পেরেছিলেন। গুণী মানুষ রুহুল হুদা তার কর্মের মধ্য দিয়ে চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com