পরিবারের সাথে জন্মদিন পালন করলেন সুস্মিতা 

আপলোড সময় : ২০-০৬-২০২৪ ১০:৪৩:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৪ ১০:৪৩:৩১ পূর্বাহ্ন
সিলেট, ২০ জুন : এপার ওপার বাংলার জনপ্রিয় কোকিলকণ্ঠী সংগীতশিল্পী সুস্মিতা দে'র এইবারের জন্মদিন তিনি তার পরিবারের সাথেই কাটিয়েছেন। পাশাপাশি যারা তার গান ভালোবাসেন এবং তাকে জন্মদিনে নানান ভাবে ভালোবাসা দিয়েছেন তিনি সবার কাছেই কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন। সম্প্রতি তিনি ভারতের আসামেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন। তিনি তার গান,গায়কি,কন্ঠ দিয়ে দর্শক হ্নদয়ে ঠাঁই করে নিয়েছেন।
তিনি কিংবদন্তি কুমার বিশ্বজিত এর সংগীত আয়োজনে লোকসংগীত পূর্বে তোমার যে ভাব ছিলো রে গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন, ওপার বাংলার জি বাংলা,স্টার জলসায় ও বাংলাদেশ কে প্রেজেন্ট করেছেন, আরটিভি ফোক স্টেশনে সবকটি লোকগান কোটি কোটি মানুষের মন জয় করেছে...  সম্প্রতি তিনি হাবিবি মাশাল্লাহ গানে জনপ্রিয়তা পেয়েছেন সেখানে কাজ করেছেন সুস্মিতা দে, শেখ হাকিম সাগর এবং লুনাটিক্স ভীর, সুস্মিতা দের মৌলিকগান ও রয়েছে বেশ কয়েকটি সেগুলো ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে।
তার গান শুনে  মিতালি মুখার্জি, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিত, কবির বকুল সহ ওপার বাংলার অনেক গুনীজনরা তার গানের কন্ঠের প্রশংসা করেছেন।
সুস্মিতা দে এক প্রশ্নের জবাবে বললেন এটা সম্পুর্ণই মহান সৃষ্টিকর্তার অপার আশির্বাদ এবং তার মায়ের আশির্বাদ, শ্রোতাদের ভালোবাসায় তার সংগীত সাধনার ফল তিনি পেয়েছেন।
সুস্মিতা এভাবেই শুদ্ধ গানের সাথে থাকতে চান। তিনি বাংলাভিশন চ্যানেলে সংগীতানুষ্ঠান সাধু সংগীতে  লোকগান গেয়েছেন,মাছরাঙা চ্যানেল,চ্যানেল আই সহ প্রতিটি টেলিভিশন চ্যানেলে সংগীতানুষ্ঠানে গান গেয়েছেন, সকলের আশির্বাদ ও ভালোবাসায় থাকতে চান। এবং এবারের জন্মদিন তিনি ভীষণ আনন্দে কাটিয়েছেন বিশেষ করে তিনি বলতে চান তার একজন অন্ধভক্ত 'তানভীর আহমেদ জয়' তাকে প্রথম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাতে তিনি অতন্ত খুশি হয়েছেন এই ভালোবাসাতেই তিনি থাকতে চান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com