 
            
                সিলেট, ২০ জুন :  চলতি মাসে গত কয়েকদিন ধরে টানা বর্ষণে আবারো সিলেট জেলার প্রধান নদীগুলোর মধ্য দিয়ে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে  প্লাবিত হচ্ছে  সিলেটের অনেক উপজেলা। সিলেট জেলা পুলিশের তত্ত্বাবধানে এসব পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেয়াসহ বিভিন্ন ত্রাণ কার্যক্রম ও মেডিকেল  ক্যাম্প পরিচালনা  করা হচ্ছে। 
এরি ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২০ জুন সিলেট জেলার বানভাসি মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা দিক-নির্দেশনা প্রদান করেন। আজ কোম্পানীগঞ্জ থানা এলাকায় ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প-এর মাধ্যমে প্রায় ২০০ জন পানিবন্দী মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
            এরি ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২০ জুন সিলেট জেলার বানভাসি মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা দিক-নির্দেশনা প্রদান করেন। আজ কোম্পানীগঞ্জ থানা এলাকায় ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প-এর মাধ্যমে প্রায় ২০০ জন পানিবন্দী মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
