কক্সবাজারে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা নিহত

আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০২:৫৮:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০২:৫৮:৩৮ পূর্বাহ্ন
চকরিয়া, ২৪ সেপ্টেম্বর : কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন। ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর সারারাতের শ্বাসরুদ্ধকর অভিযানকালে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা। কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছলে তিনি মারা যান। রাত সাড়ে ৩টায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্ঝন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।
ওসি জানান, সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে। রাত সাড়ে ৩টায় সশস্ত্র সন্ত্রাসী দেখে তাদের দ্রুত আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে সন্ত্রাসীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যন। তাঁর মরদেহ রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।  ঘটনাস্থল হতে দুর্ধর্ষ সন্ত্রাসী জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করার কথা জানিয়ে আইএসপিআর জানায়, এসময় একটি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com