লজ ফ্রিওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ১১:২৯:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ১১:২৯:৩০ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ৩০ সেপ্টেম্বর : মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, এভারগ্রিনের লজ ফ্রিওয়েতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এমএসপি এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, রবিবার সন্ধ্যায় এভারগ্রিনের উত্তরমুখী লজে একটি ভুল পথের চালকের বিষয়ে সৈন্যদের ডাকা হয়েছিল। এর কিছুক্ষণ পরই তারা একই এলাকায় দুর্ঘটনার খবর পান। পুলিশ এসে দুর্ঘটনাস্থলের সন্ধান পায়। 
এমএসপি জানিয়েছে, ঘটনাস্থলেই ৭৪ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। ডিয়ারবর্নের বাসিন্দা ৭৪ বছর বয়সী আরেক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রথম ব্যক্তি ফ্রিওয়েতে উল্টো পথে গাড়ি চালাচ্ছিলেন, সেই সময় তাঁর গাড়ি একটি যাত্রীবাহী গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় অন্য কোনও গাড়ি জড়িত ছিল না। তদন্তের জন্য কর্তৃপক্ষ এভারগ্রিনের লজ ফ্রিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। রাজ্য পুলিশের মুখপাত্র ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ বলেন, 'মেট্রো নর্থের সৈন্যরা এই দুর্ঘটনার তদন্ত চালিয়ে যাবে। তিনি বলেন, তদন্তকারীরা যানবাহন পরিদর্শন এবং ময়নাতদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মিশিগানে সড়কপথে ৩৪ জন মারা গেছে এবং ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এর মহাসড়কে মোট ৭৩৩ জন মারা গেছে। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর রাজ্যটিতে ১,০২১টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের ১,০৫৩টি থেকে ৩% কম।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com