কার্ডিফে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০১:১৩:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০১:১৩:০৩ পূর্বাহ্ন
কার্ডিফ, ৮ জানুয়ারী : বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন বাংলাদেশ  ছাত্রলীগ ওয়েলস ইউকের পক্ষ থেকে গতকাল ৭ জানুয়ারি মঙ্গলবার বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে এক আলোচনা সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত হয়েছে। 
ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিক এর সভাপতিত্বে এবং ওয়েলস যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা ভিপি সেলিম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ওয়েলস আওয়ামী লীগের সভাপতি ও ওয়েলস ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, বিশেষ অতিথি হিসেবে ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল,ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, ওয়েলস যুবলীগের সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাজেল আহমেদ, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর ও সাসাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওনসহ  আওয়ামী লীগ, যুবলীগ ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
প্রধান অতিথির বক্তব্যে ওয়েলস ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও ওয়েলস আওয়ামী যুবলীগ এর প্রাক্তন সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বাংলাদেশের স্বাধীনতার পথ রচনায় অনবদ্য অবদান রাখা এবং মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মোৎসর্গকারী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পক্ষ থেকে পাহাড়সম বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সংগঠনের প্রতি গভীর আবেগ ও ভালোবাসা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে। এজন্য তিনি তাদেরকে হৃদয়ের অন্তস্থল থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, সুদীর্ঘ ৭৭ বছর বয়সের ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য কোন দুর্বৃত্তদের কাছে জিম্মি হতে পারেনা। কারণ বাংলাদেশ ছাত্রলীগ আমাদের শিকড়, আমাদের অহংকার,আমাদের আত্মপরিচয়।
ওয়েলস আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এম এ মালিক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের চিন্তা-চেতনার বাতিঘরে প্রজ্জ্বলিত দীপশিখা। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস ও তার নেতৃত্বে পরিচালিত দেশবিরোধী অপশক্তি বাংলাদেশ ছাত্রলীগের উপর দমন-পীড়ন ও  হামলা চালিয়ে তা নিভিয়ে দিতে চায়। কিন্তু এই অশুভ দানবীয় শক্তি জানেনা যে, বাংলাদেশ ছাত্রলীগ অসম সাহসিকতা, বীরত্ব ও অকুতোভয় রক্তের স্রোতধারার উত্তরাধিকার বহনকারী সংগঠন। দেশমাতৃকার প্রয়োজনে ছাত্রলীগের নেতাকর্মীরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। দেশপ্রেম ও লড়াই-সাংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ এক, অদ্বিতীয় ও অপ্রতিরোধ্য। 
ওয়েলস যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা ভিপি সেলিম আহমদ বলেন, ঐতিহ্যবাহী ছাত্রলীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বাংলা, বাঙালি, স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনে লড়াই সংগ্রামের ইতিহাস; কলমের জোড়ে কখনো ইতিহাস মুছে ফেলা যায়না। জাতির ক্রান্তিলগ্নে সময়ের তাগিদে গড়ে উঠা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মানেই ১৯৫২ ভাষা আন্দোলন, ছাত্রলীগ মানেই ১৯৬২ শিক্ষা আন্দোলন,ছাত্রলীগ মানেই ১৯৬৬ এর ৬ দফা আন্দোলন, ছাত্রলীগ মানেই ১৯৬৯ এর গনঅভ্যুত্থান, ছাত্রলীগ মানেই ১৯৭০ এর নিবার্চন, ছাত্রলীগ মানেই ১৯৭১ এর মহান স্বাধীনতা, ছাত্রলীগ মানেই ১৯৯০ এর গণআন্দোলন, ছাত্রলীগ মানেই মুক্তি‘ছাত্রলীগ মানেই শক্তি‘ ছাত্রলীগ মানেই শিক্ষা'ছাত্রলীগ মানেই শান্তি', ছাত্রলীগ মানেই প্রগতি' এই সংগঠন কোটিকোটি মানুষের আবেগ অনুভূতি। খবর প্রেস বিজ্ঞপ্তির।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com